যশোর: মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, যশোর জেলা কমিটির সাবেক সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জি এম মুসা ইন্তেকাল করেছেন।
শনিবার (০৪ অক্টোবর) ভোরে যশোর শহরের একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।
বিএনপি কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করে জানিয়েছেন, গত কয়েকদিন অসুস্থ অবস্থায় যশোরের ওই হাসপাতালে চিকিৎসাধীর ছিলেন জি এম মুসা।
চিকিৎসায় সুস্থ হয়ে শনিবারই তার বাড়িতে ফেরার কথা জানিয়েছিলেন চিকিৎসক। এরমধ্যেই তার মৃত্যু সংবাদ আসে।
অনিন্দ্য ইসলাম অমিত প্রয়াত নেতার বিদেহি আত্মার মাগফিরাত এবং শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
এসএইচ