দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন একটি ক্লাবে ঢুকে পড়েছে। দুর্ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন।
শুক্রবার (৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী অন্তরা ক্লাসিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাকুরা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের অস্থায়ী দোকানপাট ভেঙে ক্লাবে ঢুকে পড়ে। এতে ক্লাবের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এমএস/এএটি