ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নিয়ন্ত্রণ হারিয়ে ক্লাবে ঢুকে পড়ল বাস

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১০, অক্টোবর ৩, ২০২৫
নিয়ন্ত্রণ হারিয়ে ক্লাবে ঢুকে পড়ল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের অস্থায়ী দোকানপাট ভেঙে ক্লাবে ঢুকে পড়ে সাকুরা বাসটি।

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক সংলগ্ন একটি ক্লাবে ঢুকে পড়েছে। দুর্ঘটনায় বাসের দুই যাত্রী আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। তবে ক্লাবের আংশিক ক্ষতি হলেও ক্লাব বন্ধ থাকায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।  

শুক্রবার (৩ অক্টোবর) বিকেল তিনটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।  

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী সাকুরা পরিবহনের একটি বাসের সঙ্গে ঢাকাগামী অন্তরা ক্লাসিক বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সাকুরা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের অস্থায়ী দোকানপাট ভেঙে ক্লাবে ঢুকে পড়ে। এতে ক্লাবের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।  

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত বাস দুইটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।  

এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।