খুলনা: খুলনা নগরীর বসুপাড়া বাঁশ তলায় মাদকাসক্ত ছেলের হাতে খুন হয়েছেন বাবা। বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সোনাডাঙ্গা থানার বসুপাড়া বাঁশতলার মোড়ে বরকতিয়া মসজিদের সামনের একটি বাসায় এ নৃশংস ঘটনা ঘটে।
জানা গেছে, খুলনায় নেশার জন্য ২০ হাজার টাকা না পেয়ে ক্ষিপ্ত হয়ে ছেলে আবু বকর লিমন প্রথমে শ্বাসরোধ ও পরে ধারালো বঁটি দিয়ে বাবাকে গলা কেটে হত্যা করেন। ঘটনা পর থেকে লিমন ও তার স্ত্রী চাঁদনী পলাতক রয়েছে। নিহত লিটন খান ফেরি করে মাছ বিক্রি করতেন। তিনি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত।
নিহতের স্ত্রীর জানান, চারদিন আগে লিমন তার বন্ধুর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছে। লিমন টাকার জন্য তার বাবাকে বঁটি দিয়ে জবাই করে হত্যা করেছে।
সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন জানান, নেশার টাকা না পেয়ে লিমন তার বাবা লিটনকে হত্যা করেছে। বৃহস্পতিবার রাতে স্ত্রী অন্যত্র গেলে লিটন খান বাসায় একা থাকেন। সুযোগটি কাজে লাগায় ছেলে লিমন ও তার স্ত্রী চাঁদনী । প্রথমে তারা লিটন খানকে গলায় ফাঁস দিয়ে ও পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে ঘরে থাকা ধারালো বঁটি দিয়ে গলা কেটে হত্যা করে। হত্যাকাণ্ডের পর পরই তারা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থল থেকে পুলিশ হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো বঁটি উদ্ধার করেছে।
এমআরএম