কুমিল্লা মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও শহর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন আর নেই।
বৃহস্পতিবার (০২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন।
সাবেরা আলাউদ্দিন জানান, ভিপি জসীম উদ্দীন তার দেবর। গেল রোববার রাত ১১টায় জসীম উদ্দীন কুমিল্লা সদর উপজেলার ধর্মপুর এলাকার নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক করেন। পরে দ্রুত তাকে নগরীর একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি হৃদরোগে আক্রান্ত হন।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে জসীম উদ্দীন মারা যান। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়ে স্ত্রীসহ অনেক গুণগ্রাহী রেখে যান।
ভিপি জসীম উদ্দীনের মৃত্যুতে শোক প্রকাশ করেন চেয়ারপারসনের উপদেষ্টা আমিনুর রশিদ ইয়াছিন, দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাকারিয়া তাহের সুমন, সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
আরএ