ঢাকা, শনিবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৪ অক্টোবর ২০২৫, ১১ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫০, অক্টোবর ৩, ২০২৫
বিদেশে পালানোর সময় বিমানবন্দর থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার আবু সুফিয়ান শাহীন

চাঁদপুর: ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীনকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) সকালে তাকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিমানবন্দর থানা পুলিশ।

এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে বিদেশ ভ্রমণ শেষে দেশে ফেরার সময় বিমানবন্দরে তাকে গ্রেপ্তার করা হয়।  

ফরিদগঞ্জ থানা পুলিশ জানায়, বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলায় শাহীনকে সন্দেহভাজন আসামি করা হয়েছে। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি লিখিতভাবে জানালে উপ-পরিদর্শক (এসআই) আরিফুর রহমান সরকারের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল বিমানবন্দর থেকে তাকে নিয়ে আসে।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বলেন, শাহীনকে শুক্রবার বিকেলে চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।