রঙিন ফানুস, আলোকসজ্জা আর মহামঙ্গল রথযাত্রার প্রস্তুতিতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে পাহাড়ি জেলা বান্দরবানে। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমাকে ঘিরে সাজ সাজ রব এখন সর্বত্র।
প্রবারণাকে বর্ণিল করে তুলতে প্রতিবছরের মতো এবারও বান্দরবানে আয়োজন করা হয়েছে নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, ফানুস উৎসর্গ, মহামঙ্গল রথযাত্রা, পিঠা তৈরি ও নানা ধর্মীয় কার্যক্রম। উৎসব উদযাপন পরিষদের আয়োজনে এ অনুষ্ঠান চলবে রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যা পর্যন্ত। শিল্পী, কারিগর ও আয়োজকেরা ব্যস্ত সময় পার করছেন এই আয়োজনকে সফল করতে।
রথ নির্মাণে ব্যস্ত কারিগররা জানান, দুই সপ্তাহ ধরে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে এবারের মূল আকর্ষণ—রাজহংসী আকৃতির রথ। পাশাপাশি বিভিন্ন আকারের ফানুসও তৈরি হচ্ছে। ইতোমধ্যে বান্দরবান রাজার মাঠে রথ সাজানোর কাজ শেষ পর্যায়ে।
উৎসব উদযাপন পরিষদের সভাপতি চনুমং মারমা বলেন, প্রবারণা উপলক্ষে আমাদের সব প্রস্তুতি শেষের পথে। পাড়ায় পাড়ায় উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। শিশু থেকে বৃদ্ধ সবাই প্রবারণার আনন্দে মেতে উঠছে।
তিনি জানান, ৫ অক্টোবর পার্বত্য চট্টগ্রামবিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বান্দরবান রাজারমাঠে তিনদিনের অনুষ্ঠানের উদ্বোধন করবেন। ৬ অক্টোবর সন্ধ্যায় হবে মঙ্গল রথযাত্রা, প্রদীপ প্রজ্জ্বলন ও ফানুস উত্তোলন। আর ৭ অক্টোবর বিকেলে রথ নিয়ে বান্দরবান পাড়া প্রদক্ষিণ শেষে শঙ্খ নদীতে রথ উৎসর্গের মধ্য দিয়ে শেষ হবে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এ উৎসব।
এদিকে উৎসবকে ঘিরে বান্দরবানের সাতটি উপজেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহিদুল্লাহ কাওছার বলেন, শান্তি ও সম্প্রীতির জেলা বান্দরবান। এ উৎসবকে ঘিরে বিপুলসংখ্যক দর্শনার্থী ও পর্যটক আসবেন। তাদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এসআরএস