সিরাজগঞ্জের কড্ডার মোড় নামক স্থানে দেশীয় অস্ত্রধারী একদল ডাকাত চলন্ত অবস্থায় প্রাইভেটকার থামিয়ে লুটপট চালিয়েছে।
ডাকাতির সময় ঠিক পেছনে থাকা অপর একটি প্রাইভেটকার থেকে ঘটনাটির ভিডিও করে ফেসবুক পেজে আপলোড করেন ফজলে রাব্বি নামে এক ব্যবসায়ী।
শুক্রবার (৩ অক্টোম্বর) দিবাগত রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে সিরাজগঞ্জে কড্ডার মোড়ে ঢাকাগামী সড়কে এই ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাত দলের হামলায় প্রাইভেটকারে থাকা চালক, দুই নারীসহ মোট পাঁচজনের আহত হওয়ার খবর পাওয়া যায়। এই ডাকাতির ঘটনার সময় পেছনের গাড়ি থেকে ভিডিও ধারণ করা ঢাকার ধানমন্ডি এলাকার বাসিন্দা ব্যবসায়ী ফজলে রাব্বি মধ্যরাতে মোবাইলে বাংলানিউজের কাছে ডাকাতির বিষয়টি তুলে ধরেন।
তিনি বলেন, তারা দুটি প্রাইভেটকার নিয়ে বগুড়া মহাস্থানগড় এলাকায় একটি দাওয়াতে গিয়েছিলেন। সেখান থেকে প্রাইভেটকার নিয়ে ঢাকায় ফেরার পথে যমুনা সেতুর আনুমানিক এক কিলোমিটার আগে সিরাজগঞ্জ মহাসড়ক কড্ডার মোড় নামক স্থানে ঢাকাগামী সড়কে হঠাৎ লক্ষ্য করি একটি প্রাইভেটকার থামিয়ে আনুমানিক ১৪ থেকে ১৫ জনের একটি ডাকাত দল (বয়স হবে ২৫-৩০)
গাড়ির গ্লাস ভাঙচুর করে লুটপাট চালাচ্ছে। একপর্যায়ে প্রাইভেটকার থেকে দু-একজন নেমে চিৎকার করতে থাকে বাঁচাও বাঁচাও ডাকাত ডাকাত।
তিনি আরও জানান, ডাকাত সদস্যদের পরনে লুঙ্গি ছিল তবে সেটি হাঁটুর উপরে ভাজ করা পাশাপাশি তাদের গায়ে তেমন কোনো জামাকাপড় লক্ষ্য করা যায়নি মানে খালি গায়ে ছিল। তবে সবার হাতেই ছিল তিন থেকে চার হাত লম্বা দেশীয় রামদা ও সামুরাই যেটাই বলেন। আনুমানিক তাদের বয়স হবে ৩০ থেকে ২৫। ডাকাত দলের হাতে থাকা সেই দেশীয় অস্ত্র দিয়ে সম্ভবত গাড়ির গ্লাসগুলো ভেঙে প্রাইভেটকারে থাকা লোকজনের কাছ থেকে জিনিসপত্র লুটপাট করে সড়কের পাশে অন্ধকার খালিস্থান (ধানের জমি) দিয়ে পালিয়ে যায়।
ফজলে রাব্বি বলেন, সত্য কথা কি ভাই জানেন, আমরাও ভয়ে প্রাইভেটকার না থামিয়ে যমুনার টোল প্লাজায় গিয়ে লোকজনদের ডাকাতের বিষয়টি অবগত করি। তখন টোল প্লাজার লোকজন পুলিশকে জানান। এরই মধ্যেই ক্ষতিগ্রস্ত প্রাইভেটকারসহ ডাকাতদের হামলায় আহত পাঁচজন সেই প্রাইভেটকার নিয়ে টোল প্লাজায় চলে আসেন। প্রাইভেটকারে থাকা পাঁচজনের মধ্যে একজন বয়স্ক লোক সবচাইতে বেশি আহত হয়েছেন বলে মনে হয়েছে। কারণ ওনার মাথা দিয়ে রক্ত ঝরছিল। সেখানে উপস্থিত লোকজন তাদের দ্রুত হাসপাতালে যেতে বলেন। তবে আহত ব্যক্তিদের সঙ্গে কোনো কথা বলার সুযোগ হয়ে ওঠেনি। মনে হচ্ছে দেশীয় অস্ত্র দিয়ে গাড়ির গ্লাস ভাঙচুর করার সময় সেই গ্লাসের অজস্র টুকরা ছুটে গিয়ে তারা আহত হয়েছেন। ডাকাত দলরা কীভাবে চলন্ত অবস্থায় প্রাইভেটকার থামালো সেটাও জানতে পারেনি।
ডাকাতির ঘটনার সেই ভিডিওতে লক্ষ্য করা যায়, প্রাইভেটকার থেকে বেরিয়ে দুজন সড়কে দাঁড়িয়ে হাত উঠিয়ে চিৎকার করছেন হয়তোবা সাহায্যের জন্য। আরও দেখা যায় সম্ভবত পাঞ্জাবি পরা এক বয়স্ক লোককে আঘাত করছে একজন ডাকাত, এছাড়া ঘটনার সময় পাশ দিয়ে দুটি ট্রাক একটি যাত্রীবাহী বাস ও প্রাইভেটকার অতিক্রম করতে দেখা যায়।
সিরাজগঞ্জ হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, কড্ডার মোড় এলাকায় একটি ডাকাতির সংবাদ শুনেছি। তবে ঘটনাটি হাইওয়ের আন্ডারে পড়েনি। ঘটনার স্থানটি সম্ভবত যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় পড়েছে।
এদিকে যমুনা সেতু পশ্চিম থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল কাদেরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি থেমে থেমে বলেন, ডাকাতির ঘটনা---আমাদের পুলিশ সেখানে গিয়ে জানতে পেরেছে প্রাইভেটকার লক্ষ্য করে ঢিল মেরেছে। তবে ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছে রাত্রিকালীন ডিউটিতে থাকা পুলিশ কর্মকর্তারা।
এদিকে একই থানায় রাত্রিকালীন টহলে থাকা উপ-পরিদর্শক (এসআই) শহিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, একজন ট্রাক ড্রাইভার থেকে শুনেছি ডাকাতির সংবাদ কিন্তু নির্দিষ্ট কোন জায়গায় ঘটনাটি ঘটেছে এ বিষয়ে কেউ কিছুই বলতে পারছে না। তবে কড্ডার মোড় নামক স্থানটি আমাদের থানার আন্ডারে ওইখানে ডাকাতি হওয়ার কোনো আশঙ্কা নেই। এর কারণ সেখানে লোকজনের আনাগোনা সব সময় থাকে বলে তিনি দাবি করেন।
এজেডএস/আরএ