ঢাকা, রবিবার, ১৯ আশ্বিন ১৪৩২, ০৫ অক্টোবর ২০২৫, ১২ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে রাস্তায় শুয়ে ডিজি প্রতিনিধির পথ আটকালেন এলাকাবাসী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, অক্টোবর ৪, ২০২৫
নিয়োগ বোর্ড বাতিলের দাবিতে রাস্তায় শুয়ে ডিজি প্রতিনিধির পথ আটকালেন এলাকাবাসী

সাতক্ষীরা: জনগণের বাঁধার মুখে সাতক্ষীরার আশাশুনি উপজেলার চেঁচুয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার নিয়োগ পরীক্ষা স্থগিত ঘোষণা করে ফিরে গেলেন ডিজি প্রতিনিধিসহ সংশ্লিষ্টরা।

শনিবার (৪ অক্টোবর) দুপুরে মাদ্রাসায় অধ্যক্ষসহ নয় পদে নিয়োগ পরীক্ষা হওয়ার কথা ছিল।

এর আগে শনিবার সকাল থেকে আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুসের নেতৃত্বে মাদ্রাসার গেটের সামনে অবস্থান নেন চাকরি প্রত্যাশীরাসহ সাধারণ মানুষ। দুপুর ১২টার দিকে ডিজির প্রতিনিধিসহ মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসায় প্রবেশ করতে গেলে রাস্তায় শুয়ে পড়ে তাদের পথ আটকে দেন কারা। এ সময় নিয়োগ বোর্ডের কর্মকর্তারা ভুক্তভোগীদের কথা শুনে পরীক্ষা স্থগিত ঘোষণা করে পথ থেকেই ফিরে যান।

মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক ইসমাইল হোসেন বলেন, চেঁচুয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার নয়টি পদে নিয়োগ সংক্রান্ত প্রক্রিয়ার কার্যক্রমের জন্য এসেছিলাম। কিন্তু স্থানীয়রা চান না আজ নিয়োগ হোক। তাই ফিরে যাচ্ছি। অন্য একদিন দিন তারিখ ঠিক করে নিয়োগ কার্যক্রম পরিচালনা করা হবে।  

স্থানীয়দের অভিযোগ, কোটি টাকার নিয়োগ বাণিজ্যের উদ্দেশ্যে মাদ্রাসার সভাপতি, ঢাকা মাদ্রাসা-ই আলিয়ার পদচ্যুত প্রিন্সিপাল মাও. আঃ রশিদ মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে যোগসাজশে এবং অভিভাবক প্রতিনিধি ও অন্যান্য সদস্যদের অগোচরে চেঁচুয়া মদিনাতুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষসহ ৯ পদে নিয়োগ বোর্ডের আয়োজন করেন। স্থানীয়রা বিষয়টি জানতে পেরে মাদ্রাসার ম্যানেজিং কমিটি ও নিয়োগ প্রক্রিয়া বাতিলের দাবিতে প্রশাসনের বিভিন্ন দপ্তরে স্মারকলিপি প্রধানসহ মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করে।

আনুলিয়া ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস বলেন, আমরা কমিটি বাতিলসহ ৯ পদে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন করেছিলাম। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ এসব তোয়াক্কা না করে শনিবার নিয়োগের দিন ধার্য করে। বোর্ডের কর্মকর্তারা মাদ্রাসার গেটের মুখে আসলে ভুক্তভোগীদের কথা শুনেন এবং পরীক্ষা স্থগিত করে চলে যান।  

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।