ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

আলোচিত নাজিরপুর তাঁতেরকাঠী ইউপি নির্বাচনের ভোট, গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২২
আলোচিত নাজিরপুর তাঁতেরকাঠী ইউপি নির্বাচনের ভোট, গ্রেফতার ১

পটুয়াখালী: অবশেষে শুরু হয়েছে বহুল আলোচিত-সমালোচিত পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনের ভোট গ্রহণ।

মঙ্গলবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে ভোট গ্রহণ শুরু হয়।

একটানা ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

চলতি বছরের ১৯ ফেব্রুয়ারী এ ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান আমির হোসেন শপথ গ্রহণের আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পর পদটি শূন্য হয়। শূণ্যপদে ২৭ জুলাই নির্বাচন হওয়ার কথা থাকলেও জেলা আওয়ামী লীগের এক সদস্যের ইভিএম নিয়ে অগ্রহনযোগ্য ও বায়বীয় মন্তব্যের কারণে ব্যাপক সমালোচনায় নির্বাচন স্থগিত করা হয়। পরে অবশেষে এসে এই নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে।

এদিকে মঙ্গলবার সকালে ৫ নম্বর ওয়ার্ডের নাজিরপুর ছোট ডালিমা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে মো. মাইনুল ইসলাম (২২) নামে এক ব্যক্তিকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ছেনমং রাখাইন।

নির্বাচনকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। নির্বাচনে ৯টি ওয়ার্ডের ১৪টি কেন্দ্রে ১১ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে আটজন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য থাকবেন। এছাড়া মাঠে চারটি র‌্যাবের টিম ও দুই প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।

এ নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করছেন। আর মোট ২২ হাজার ২৫ জন ভোটার তাদের ভোটাঅধিকার প্রয়োগ করবেন।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।