ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

ট্রেনের বগি ছাড়াই টিকিট বিক্রি, ঈদের পরেও ফেরা হলো না বাড়ি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, জুলাই ১২, ২০২২
ট্রেনের বগি ছাড়াই টিকিট বিক্রি, ঈদের পরেও ফেরা হলো না বাড়ি ফাইল ছবি

ঢাকা: জামালপুর এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত একটি বগি না থাকলেও সে বগির টিকিট বিক্রির অভিযোগ উঠেছে। বগিটির জন্য ৭০ জন যাত্রী টিকিট কেটেছিলেন।

মঙ্গলবার (১২ জুলাই) জামালপুর এক্সপ্রেস ট্রেনটি জামালপুরের উদ্দেশে ছেড়ে যায়। তবে তার কিছু আগে ঢাকার কমলাপুর রেলস্টেশনে ঘোষণা করা হয়, জামালপুর এক্সপ্রেসের একটি বগি যাবে না।

এরপর ‘ঘোষক’ যাত্রীদের সে বগিতে যারা টিকিট করেছেন তাদের টাকা ফেরত নেওয়ার অনুরোধ জানান।

এসময় ভুক্তভোগী যাত্রীরা রেলস্টেশনে ক্ষোভ প্রকাশ করেন। স্টেশন ম্যানেজার ও মাস্টারকে খুঁজে না পেয়ে স্টেশন চত্বরে বিক্ষোভ করতে থাকেন তারা।

যাত্রীরা জানান, কমলাপুর রেল স্টেশনে এসে ট্রেন খুঁজে পেলেও বগি খুঁজে পাননি। সেটি এসি বগি ছিল। এখন স্টেশন কর্তৃপক্ষ বলছে টাকা ফেরত নিতে। টাকা ফেরত নিতে তো কেউ টিকিট কাটে না।


যাত্রীদের এমন বিড়ম্বনায় ফেলার জন্য কমলাপুর রেল স্টেশনে কর্তৃপক্ষ দায়ী করেন সহজ ডটকমকে। তবে সহজ ডটকমের জনসংযোগ কর্মকর্তা ফরহাত হোসেনকে এ বিষয়ে কয়েকবার ফোনকল করা হলেও রিসিভ করেননি তিনি।  


এবার ঈদযাত্রার টিকিটেও সহজ ডটকমে টিকিট কাটতে গিয়ে ভোগান্তির অভিযোগ করেছিলেন যাত্রীরা।  

কমলাপুর রেল স্টেশন কর্তৃপক্ষ বলছে, ওই বগি চলাচলের অনুমতি নেই। কিন্তু বিষয়টি না জেনে সহজ ডটকম টিকিট বিক্রি করে ফেলেছে।

কমলাপুর রেল স্টেশনের স্টেশন মাস্টার আফসার উদ্দিন বলেন, এ বগি চালানোর অর্ডারই ছিল না। ৯ তারিখ পর্যন্ত অর্ডার ছিল, তখন পর্যন্ত বগি চলাচল করছে। ১০ তারিখ বন্ধের পরে আগামী ১৪ জুলাই পর্যন্ত ওই বগি চলাচলের অর্ডার হয়নি।  

সহজ ডটকম আগের মতোই ঈদের পরেও একইভাবে ট্রেন চলবে মনে করে টিকিট বিক্রি করছে বলে মন্তব্য করেন স্টেশন মাস্টার আফসার।  

রেলওয়ের না সহজেরই ভুল হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সহজের মিসটেক এটা। ওরা মনে করেছে, শিওর না হয়ে এটা করেছে। ’

তবে ট্রেনের পরিচালক জানান, বগি থাকলেও সেটা অকেজো।


বাংলাদেশ সময়: ১৪৫০, জুলাই ১২, ২০২২ 
এনবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।