ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

বান্দরবানে জনশুমারি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৯ ঘণ্টা, জুন ১৫, ২০২২
বান্দরবানে জনশুমারি শুরু

বান্দরবান: প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ উপলক্ষে বান্দরবানে উদ্বোধনী র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুন) সকালে বান্দরবান জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে একটি র‌্যালি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার একই স্থানে এসে সমবেত হন।

র‌্যালিতে ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের কর্মকর্তা ও সংশ্লিষ্টরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, সাইফুল ইসলাম, বান্দরবান জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. শাহাজাহান, পরিসংখ্যান কর্মকর্তা রিমন রুদ্র প্রমুখ।

পরিসংখ্যান কার্যালয়ের তথ্য মতে, এবারে ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত বান্দরবানে প্রথমবারের মতো ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা করা হবে আর এই কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য এক হাজার ৫৩৩ জন গণনাকারী, ২৭৪ জন সুপারভাইজার এবং ২৫ জন আইটি কর্মকর্তা কাজ করবে।

বাংলাদেশ সময়: ১২৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।