ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

নকল বৈদ্যুতিক তার তৈরি, কারখানাকে জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৩ ঘণ্টা, মে ২৬, ২০২২
নকল বৈদ্যুতিক তার তৈরি, কারখানাকে জরিমানা

রাজশাহী: রাজশাহীর পুঠিয়া উপজেলায় নকল বৈদ্যুতিক তার তৈরির অভিযোগে একটি কারখানাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নকল বৈদ্যুতিক তার তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (২৬ মে) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সহায়তা করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৫)।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ জানান, দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার পূর্ব কাঁঠালবাড়িয়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় এবি কেবলস নামে একটি কারখানাকে নকল বিআরবি বৈদ্যুতিক তার তৈরি করার অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, সরেজমিনে তারা দেখেন ওই কারখানাটি কেবল বিআরবি নয়, বিজলি কেবলসসহ নামি-দামি বিভিন্ন কোম্পানির বৈদ্যুতিক তার তৈরি করে সরবরাহ ও বিক্রি করে আসছে। কারখানা থেকে বিআরবি কেবলসের ৩ হাজার গজ প্লাস্টিকের মোড়ক, ৫০০ পিস লেবেল, ২০ কয়েল নকল তার ও পিতলের ফর্মা জব্দ করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ২৬, ২০২২
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।