ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

সিংড়ায় ১০ টাকা কেজির ৪৯ বস্তা সরকারি চাল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২২
সিংড়ায় ১০ টাকা কেজির ৪৯ বস্তা সরকারি চাল উদ্ধার

নাটোর: নাটোরের সিংড়ায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির ৪৯ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ।  

মঙ্গলবার (০৫ এপ্রিল) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সুকাশ ইউনিয়নের দুর্গম বেলোয়া গ্রাম থেকে এসব চাল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বেলোয়া গ্রামের আকবর সরকারের ছেলে রবিউল সরকারের পরিত্যক্ত বাড়ি থেকে ৩৪ বস্তা এবং একই গ্রামের মৃত জাহেদ আলীর ছেলে আনোয়ার হোসেন ও আক্কাদুলের চায়ের দোকান থেকে ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। তবে হতদরিদ্রদের জন্য বরাদ্দকৃত এসব চাল সরানোর সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪৯ বস্তা চাল জব্দ করা হয়। উদ্ধারকৃত চালের বস্তাগুলো প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম সামিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২২
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।