মেহেরপুর: ‘কেমন মেহেরপুর চাই’ শীর্ষক মতবিনিময় সভায় জেলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়ন নিয়ে ১৩ দফা কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (০৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে এক মতবিনিময় সভায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন এনসিপি’র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও মেহেরপুর জেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট সাকিল আহমাদ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক ইঞ্জিনিয়ার সাজেদুর রহমান এবং মেহেরপুর জেলা সদস্য মুজাহিদুল ইসলাম।
জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী আরিফ খান সভায় সভাপতিত্ব করেন।
অ্যাডভোকেট সাকিল আহমাদ বলেন, ২০২৪ সালের গণঅভ্যূত্থানের চেতনায় অনুপ্রাণিত হয়ে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিতে তারা কাজ করতে চান। একটি শিক্ষিত, স্বাস্থ্যবান, কর্মমুখী ও মাদকমুক্ত মেহেরপুর গড়ে তোলাই এনসিপির লক্ষ্য।
ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত, কৃষকের ন্যায্যমূল্য প্রদান, রেল যোগাযোগ চালু, কৃষিপণ্যভিত্তিক শিল্প স্থাপন, মাদক দমন ও মেহেরপুর পার্লামেন্ট গঠন।
এসএইচ