ঢাকা, মঙ্গলবার, ১৪ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

সৌহার্দ্য-সম্প্রীতি যত দৃঢ় হবে, দেশ তত শক্তিশালী হবে: সারজিস আলম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৩, সেপ্টেম্বর ২৯, ২০২৫
সৌহার্দ্য-সম্প্রীতি যত দৃঢ় হবে, দেশ তত শক্তিশালী হবে: সারজিস আলম

ধর্মীয় সৌহার্দ্য ও সম্প্রীতি যত দৃঢ় হবে, দেশ তত শক্তিশালী হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বিভিন্ন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, সম্প্রীতি ও সম্মানের সম্পর্ক যত দৃঢ় হবে, বাংলাদেশ ততই নিরাপদ ও শক্তিশালী হবে। আমরা এমন একটি বাংলাদেশ চাই, যেখানে প্রতিটি ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও ভালোবাসায় সহাবস্থান করবে। অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শনই হলো প্রকৃত মানবতা।

সারজিস আলম জানান, এনসিপি সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে থাকতে চায়। পূজা উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে দাঁড়ানোও সেই চেষ্টারই অংশ। আমরা মন্দিরে গিয়ে তাদের খোঁজখবর নিচ্ছি, সহায়তা দিচ্ছি। বৈষম্যমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে কাজ করাই আমাদের অঙ্গীকার।

অনেক এলাকায় স্থায়ী মন্দির না থাকায় পূজা অস্থায়ীভাবে হয়- এ প্রসঙ্গে সারজিস বলেন, এসব সমস্যার বিষয়ে আমরা অবগত হচ্ছি। এনসিপি স্বল্প পরিসরে সহায়তা শুরু করেছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, উদার মানসিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চললে বাংলাদেশ প্রত্যাশার চেয়েও দ্রুত এগিয়ে যাবে।

মন্দির পরিদর্শনের সময় সারজিস আলম বিভিন্ন মন্দির কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় উপস্থিত ছিলেন এনসিপির তেঁতুলিয়া উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব, জেলা যুবশক্তির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবু কায়েস বাবুসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।