নারায়ণগঞ্জ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আমাদের শুধু বাহ্যিক উন্নয়ন করলে হবে না। অর্থনৈতিক ও অবকাঠামো উন্নয়নের পাশাপাশি আমাদের মনস্তাত্ত্বিক উন্নয়ন করতে হবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া পূজামণ্ডপ পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
মঈন খান বলেন, আজ আমরা এই পূজামণ্ডপে এসেছি শারদীয় উৎসব পালন করতে৷ এই উৎসব প্রতিবছর আমরা বাংলাদেশে পালন করে থাকি। আপনারা জানেন বাংলাদেশ এমন একটি দেশ, যে দেশে হাজার বছর ধরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান পাশাপাশি বসবাস করে এসেছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আবেগপ্রবণ। সেই আবেগের মধ্যে সবচেয়ে প্রবল হলো ভালোবাসা। সেই ভালোবাসার আবেগে আমরা সবাই মিলে শান্তিপূর্ণভাবে বসবাস করছি। এই বিশ্বাস রয়েছে যে আমাদের পরবর্তী প্রজন্ম একইভাবে বসবাস করবে।
এমআরপি/আরবি