ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

টাঙ্গাইলে পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে ১৪ হাজার গ্রাহক 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪৯, সেপ্টেম্বর ২৮, ২০২৫
টাঙ্গাইলে পাইপ ফেটে গ্যাস সরবরাহ বন্ধ, ভোগান্তিতে ১৪ হাজার গ্রাহক  পাইট ফেটে গ্যাস সরবরাহ বন্ধ

টাঙ্গাইল সদর উপজেলার শিবপুর এলাকায় তিতাস গ্যাসের সঞ্চালন লাইনের মূল পাইপ ফেটে গেছে। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

 

এতে প্রায় ১৪ হাজার গ্রাহক ও ১৫টি সিএনজি স্টেশনসহ সব ইন্ডাস্ট্রিতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এদিকে গ্যাস পাইপের ওপর পল্লী বিদ্যুতের খুঁটি থাকায় টাঙ্গাইল সদর, নাগরপুর ও দেলদুয়ার উপজেলার প্রায় দুই লাখ গ্রাহকের বিদ্যুৎ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সঞ্চালন স্বাভাবিক করতে শ্রমিকরা কাজ করছে।

টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. ছানোয়ার হোসেন জানান, গ্যাস লাইনের ওপর বিদ্যুৎ খুঁটি ছিল। দুর্ঘটনার পর সে খুঁটি সরানোর কাজ চলছে। বতর্মানে তিন উপজেলার প্রায় দুই লাক গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে।  

টাঙ্গাইল তিতাস গ্যাস অফিসের সহকারী প্রকৌশলী রমজান আলী মুন্না বলেন, সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় ১৪ হাজার আবাসিক গ্রাহক ও ৫০টির মতো সিএনজি স্টেশন বন্ধ রয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।