বেনাপোল (যশোর): আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে পাঁচদিন আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাদেশ ও ভারতের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বেনাপোল সিএন্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর সকাল থেকে আগামী শুক্রবার (৩ অক্টোবর) পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দরের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ভারতীয় ব্যবসায়ী সংগঠন জানিয়েছে। আগামী শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে পুনরায় বাণিজ্য কার্যক্রম সচল হবে। তবে এর মধ্যে ১ ও ২ অক্টোবর সরকারি ছুটি থাকায় ভারতের পেট্রাপোল বন্দরের মতো বেনাপোল বন্দরেও পণ্য খালাস বন্ধ থাকবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক সজিব নাজির জানান, বেনাপোল বন্দরে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। এছাড়া আগামী ৫ অক্টোবর পর্যন্ত দুই দেশের মধ্যে ইলিশ রপ্তানি অব্যাহত থাকবে।
এসআরএস