ঢাকা, মঙ্গলবার, ১৪ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব: এ্যানি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪২, সেপ্টেম্বর ২৯, ২০২৫
দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব: এ্যানি মান্দারী বাজারে শ্রী শ্রী দুর্গা মন্দির (পূজা মণ্ডপ) পরিদর্শনকালে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, দুর্গাপূজা হলো সম্প্রীতি ও ঐক্যের উৎসব। আমরা যেমন আমাদের উৎসব পালন করি, ঠিক তেমনি মারমা, চাকমা, বৌদ্ধ, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মালম্বীরাও একইভাবে উৎসব পালন করে।

 

বিএনপি সব সময়ে সব ধর্মকে সমান চোখে দেখে। যার যার ধর্ম, সে পালন করবে। সব ধর্মের প্রতি আমাদের সমান সম্মান থাকবে- এটিই বিএনপি চায়। কাউকে সম্মান করলে কেউ ছোট হয়ে যায় না।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর সদর উপজেলার মান্দারী বাজারে শ্রী শ্রী দুর্গা মন্দির (পূজা মণ্ডপ) পরিদর্শনকালে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমল থেকে বিএনপি হিন্দু সম্প্রদায়ের পাশে ছিল। খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমরা আপনাদের পাশে আছি এবং থাকবো।

এসময় অন্যান্যের মধ্যে আরও ছিলেন- বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি বাবু শঙ্কর মজুমদার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহা, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, চন্দ্রগঞ্জ থানা বিএনপি সাধারণ সম্পাদক এম ইউছুপ ভুঁইয়া প্রমুখ।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।