সাতক্ষীরা: সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র এম এ জলিল মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি...রাজেউন)।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সাতক্ষীরা শহরের সিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এদিকে, জেলা বিএনপির এই প্রবীণ নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে সাতক্ষীরা জেলা বিএনপি।
এমআরএম