ঢাকা, মঙ্গলবার, ১৪ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

খাগড়াছড়ির দুই সড়কে অবরোধ শিথিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, সেপ্টেম্বর ২৯, ২০২৫
খাগড়াছড়ির দুই সড়কে অবরোধ শিথিল খাগড়াছড়ির দুই সড়কে অবরোধ শিথিল

খাগড়াছড়ি: খাগড়াছড়ির দুটি সড়কে অবরোধ শিথিল করা হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম-ঢাকা সড়কে অবরোধ শিথিল করা হয়।

ফেসবুকে জুম্ম ছাত্র-জনতা নামে একটি আইডি থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। অবরোধসহ চলমান কর্মসূচি এ আইডি থেকে ঘোষণা করা হয়ে থাকে।  

এতে বলা হয় গতকাল (রোববার) জেলার গুইমারা সহিংসতায় নিহতদের সৎকার এবং আহতদের উন্নত চিকিৎসার সুবিধার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবরোধ শিথিল থাকবে। শুধুমাত্র এই দুই রোড ছাড়া অন্য সড়কগুলোতে অবরোধ যথারীতি বলবৎ থাকবে বলেও জানানো হয়।  

এদিকে ১২টার পর অবরোধ শিথিল হওয়ায় দুই সড়কে যান চলাচল শুরু হয়েছে। পর্যটক, ব্যবসায়ীসহ আটকে পড়া মানুষ নিজ নিজ গন্তব্যের উদ্দেশে খাগড়াছড়ি ছেড়ে যাচ্ছেন।

খাগড়াছড়ির পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম।

২৩ সেপ্টেম্বর রাতে খাগড়াছড়িতে স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন। পরে জড়িত সন্দেহে একজনকে আটক করা হলেও বাকি দু‘জনকে এখনো আটক করা যায়নি। প্রতিবাদে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ আহ্বান করা হয়। অবরোধকে কেন্দ্র করে গত দুইদিন খাড়াছড়ি ও গুইমারায় সহিংস ঘটনা ঘটে। গুইমারায় তিনজন নিহতসহ বহু আহত হয়।

এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।