ঢাকা, বৃহস্পতিবার, ১৬ শ্রাবণ ১৪৩২, ৩১ জুলাই ২০২৫, ০৫ সফর ১৪৪৭

সারাদেশ

বকশিসের নামে ঘুষ বাণিজ্য, বেনাপোলে ৫০ আনসারকে বদলি

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫০, জুলাই ৩০, ২০২৫
বকশিসের নামে ঘুষ বাণিজ্য, বেনাপোলে ৫০ আনসারকে বদলি

বেনাপোল (যশোর): দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছে একশ’ ৩৭ জন আনসার সদস্য। তাদের পাশাপাশি আরও দায়িত্ব পালন করছেন বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমা’র একশ’ ২৯ জন সদস্য।

সম্প্রতি তাদের বিরুদ্ধে বকশিসের নামে পণ্যবাহী ট্রাক থেকে ঘুষ আদায়ের অভিযোগ উঠেছে।  

যার ভিত্তিতে আনসার বাহিনীর ৫০ জন সদস্যকে বন্দর থেকে বদলি করা হয়েছে। বাকিদেরও পর্যায়ক্রমে অন্যত্র বদলি করা হবে। একই কারণে পিমা সদস্যদের বিরুদ্ধেও শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হতে যাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করেছেন, বেনাপোল স্থলবন্দরের নতুন দায়িত্বপ্রাপ্ত কমান্ডার (পিসি) অসিত কুমার। তিনি জানান, বেনাপোল আনসার ক্যাম্পের অভ্যন্তরীণ শৃঙ্খলা ও বাহিনীর ভাবমূর্তি রক্ষার স্বার্থে এই বদলির সিদ্ধান্ত নিয়েছেন ঊর্র্ধ্বতন কর্মকর্তারা।

নাম প্রাকাশে অনিচ্ছুক একজন আনসার সদস্য জানান, প্রতি সপ্তাহে আনসার সদস্যদের নিজেদের পচ্ছন্দের গেটে পোস্টিং নিতে ডাক নেওয়া হয়। এ ডাকের মাধ্যমে সর্বনিম্ন দুই হাজার টাকা থেকে ১৫ হাজার টাকা দিতে হতো আনসার কমান্ডারকে।  

বর্তমানে কার্গো ভেহিক্যালস টার্মিনালের গেটে পোস্টিং নিতে ৩০ হাজার টাকার ওপরে দিতে হয়। যার জন্য বন্দরের প্রতিটি গেট দিয়ে ট্রাক প্রবেশে দশ টাকা ও বন্দর থেকে পণ্য নিয়ে বের হতে দশ টাকা করে নিতেন আনসার সদস্যরা।

ঘুষ নেওয়ার ছবি বিভিন্ন গণমাধ্যমে একাধিকবার প্রকাশ হয়। অবশেষে অভিযোগ আমলে নিয়ে কর্তৃপক্ষ চাঁদার বিষয়টির সত্যতা পেলে বেনাপোল বন্দর থেকে আনসার সদস্যদের প্রত্যাহার করে নেয়। যে কোন সময় নিরাপত্তা সংস্থা পিমার সদস্যদের বিরুদ্ধেও শান্তিমূলক ব্যবস্থা গ্রহণ হতে পারে বলে জানা গেছে।

বন্দরে আমদানি রপ্তানি পণ্যের নিরাপত্তা ও পণ্যবাহী ট্রাকের গেটপাশ পরীক্ষা, নিরীক্ষায় রয়েছে ১৩৭ জন আনসার ও বেসরকারি নিরাপত্তা সংস্থা পিমার ১২৯ জন সদস্য। বন্দরে ট্রাক ঢোকা ও বেরোনোর সময় বকশিসের নাম করে ট্রাক প্রতি দশ টাকা হারে নেওয়ার অভিযোগ রয়েছে এই দুই নিরাপত্তা সংস্থার সদস্যদের বিরুদ্ধে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।