খুলনা: খুলনা নগরীতে এলপি গ্যাস অবৈধ ক্রসফিলিং করার সময় বিস্ফোরণে দগ্ধ হয়ে নিজাম উদ্দিন পল্টু (৫৫) নামে এলপি গ্যাস ব্যবসায়ী মারা গেছেন। গুরুতর দগ্ধ অপর এলপি গ্যাস ব্যবসায়ী শামীম আহমেদ ওরফে চাঁন (৩৮) গোপনে চিকিৎসা নিচ্ছেন।
জানা যায়, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে নগরীর হাজী বাড়ি ইসলামিয়া হাসপাতালের বিপরীতে ইট ভাঙ্গা গলিতে অবস্থিত এলপি গ্যাসের গুদামে বাসাবাড়িতে ব্যবহৃত ১২ কেজি সিলিন্ডারে এলপি গ্যাস অবৈধভাবে ক্রসফিলিং করা হচ্ছিলো। এসময় বিস্ফোরণে গুদাম মালিক শামীম আহমেদ চাঁন ও নিজাম উদ্দিন পল্টু মারাত্মকভাবে দগ্ধ হন। এর মধ্যে পল্টু ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রোববার (৫ অক্টোবর) দিবাগত রাতে মারা যায়। আহত অপর ব্যবসায়ী চাঁন নগরীর একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
নিহত পল্টু খুলনা নগরীর বানরগাতী বাজার শ্রীকৃষ্ণের দোকানের পাশে ভাড়া থাকতেন। তার বাড়ি ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়নে।
এমআরএম