ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, অক্টোবর ৬, ২০২৫
মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন মাগুরায় ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে

মাগুরা: ইসলামী ব্যাংক পিএলসিকে দখলমুক্ত এবং অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত কমকর্তা ও কর্মচারীদের অপসরণের দাবিতে মাগুরায় মানববন্ধন করেছে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম।

সোমবার (০৬ অক্টোবর) সকালে চৌরাঙ্গী মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের আহ্বায়ক অধ্যাপক রবিউল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাওলানা সাখাওয়াত হোসেন, মাহাদি বিন কামাল এবং আজিজুর রহমান।

বক্তারা বলেন, চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে অবৈধভাবে দশ হাজার কমকর্তা/কমচারীকে ব্যাংক থেকে অপসরণ ও বরখাস্ত করতে হবে। বৈষম্যমুক্ত ও স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সারাদেশে মেধাবী ও যোগ্য কমকর্তা নিয়োগ দিতে হবে।  

একইসাথে পাচারকৃত অর্থ ফেরৎ আনারও দাবি জানান বক্তারা।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ