ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাস ভাঙচুর-অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, অক্টোবর ৬, ২০২৫
ফতুল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ১, বাস ভাঙচুর-অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে মৌমিতা বাসের ধাক্কায় মোজাম্মেল হক (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লায়-ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডে জেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয়রা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বাসটি ভাঙচুর করে সড়কে অগ্নিসংযোগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চাষাঢ়াগামী একটি অটোরিকশা জেলা পরিষদ কার্যালয়ের কাছাকাছি এলে পেছন থেকে বেপরোয়া গতিতে ছুটে আসা মৌমিতা বাস ধাক্কা দেয়। এতে ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী বাইরে ছিটকে পরে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।  
এ সময় বাসের ধাক্কা লাগার পর গতি বাড়িয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে স্থানীয়রা বাসটির চালক ও হেলপারকে আটক করে গণপিটুনি দেয়।  
পরে ঘটনাস্থলে পুলিশ এসে দুইজনকে আহত অবস্থায় উদ্ধার করে খানপুর ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।  

দুর্ঘটনায় একজন নিহত, দুইজন আহত ও গণপিটুনিতে আহতসহ আরও দুইজনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে বলে জানায় খানপুর হাসপাতালের জরুরি বিভাগের আরএমও ডা. শাহাদাত হোসেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন একটি মৌমিতা বাসের ধাক্কায় অটোরিকশা প্রায় ভেঙে গেছে।

পুলিশ স্থানীয় সূত্রে জানতে পারে দুইজনকে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এ সময় গণপিটুনি শিকার বাসচালক ও হেলপারকে তারা হাসপাতালে পাঠায়।  

এমআরপি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।