ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, অক্টোবর ৬, ২০২৫
দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সুমন গ্রেপ্তার মোহাম্মদ আলী সুমন

কুমিল্লা: কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতায় হত্যার ঘটনায় করা মামলায় দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৫ অক্টোবর) গভীর রাতে ঢাকার গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমন কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়ার ছেলে।  

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, সুমনের নামে বৈষম্যবিরোধী আন্দোলনে রিফাত ও বাবু হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর সোমবার (৬ অক্টোবর) সকালে সুমনকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।

এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।