ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৬ অক্টোবর ২০২৫, ১৩ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

কাতার যাওয়ার পথে তরুণ লীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৬, অক্টোবর ৬, ২০২৫
কাতার যাওয়ার পথে তরুণ লীগ নেতা বিমানবন্দরে গ্রেপ্তার রাশেদ মিয়া

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলা তরুণ লীগ সভাপতি রাশেদ মিয়া কাতার যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশনে গ্রেপ্তার হয়েছেন।
 
রোববার (৫ অক্টোবর) রাতে কাতারগামী ফ্লাইটে ওঠার প্রস্তুতিকালে ইমিগ্রেশন পুলিশ তাকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানায় হস্তান্তর করে।


 
পুলিশ সূত্রে জানা গেছে, রাশেদ মিয়া বানিয়াচংয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা একটি মামলার আসামি। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।
 
সোমবার (৬ অক্টোবর) বেলা ১২টায় বানিয়াচং থানা পুলিশ তাকে নিতে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। তাকে হবিগঞ্জ নিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
 
রাশেদ মিয়া উপজেলার দোয়াহানী বটেরহাটি মহল্লার ইসলাম উদ্দিনের ছেলে। তিনি জনাব আলী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি।
 
বানিয়াচং থানার উপপরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান মজুমদার বলেন, রাশেদ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার মামলার আসামি। দীর্ঘদিন তিনি পলাতক ছিলেন। রোববার কাতারে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় ধরা পড়েন তিনি।

এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ