পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা এলাকায় মহানন্দা নদীর ভারতীয় পাড়ে একযোগে ৯টি স্লুইস গেট খুলে দেওয়ায় বাংলাদেশের অভ্যন্তরে মহানন্দা নদীর পানির চাপ বেড়ে গেছে। ফলে নদীর পাড়রক্ষা বাঁধ ভেঙে গেছে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে নিজস্ব ভেরিফাইড ফেসবুক আইডিতে লাইভে যুক্ত হয়ে এই সমস্যার দিক তুলে ধরেন।
তিনি বলেন, ভারতের প্রতিবেশী সুলভ আচরণের অভাবে বাংলাদেশের মানুষের মনে এন্টি-ইন্ডিয়ান সেন্টিমেন্ট তৈরি হচ্ছে।
সারজিস আলম আরও জানান, মহানন্দা নদীর ভারতের ওপাড়ে যে স্লুইস গেট রয়েছে, তারা যখন ইচ্ছে খুলে দেয়, যখন ইচ্ছে বন্ধ করে রাখে। এখন একসঙ্গে ৯টি গেট খুলে দিয়েছে। এ ধরনের একতরফাভাবে নিয়ন্ত্রণ বাংলাদেশের নদী পার্শ্ববর্তী মানুষের জন্য মারাত্মক বিপদ ডেকে আনছে।
তিনি বলেন, মানুষ জন্ম থেকে এমন কোনো সেন্টিমেন্ট নিয়ে বড় হয় না। তবে প্রতিবেশী দেশের এমন আচরণ ও মনোভাব মানুষের মনে এন্টি-ইন্ডিয়ান ভাবনা তৈরি করছে। নদী পাড়ের গ্রামগুলো ঝুঁকির মুখে রয়েছে। এখানে বাঁধ থাকলেও তা সম্পূর্ণ নিরাপদ নয়।
সারজিস বলেন, দ্রুতগতিতে একটি স্থায়ী ও কার্যকর সমাধান প্রয়োজন। আইনগত ব্যবস্থা নিয়েও কাজ করা দরকার। আমরা পরিবেশ উপদেষ্টা এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছি এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করব। এ নিয়ে স্থানীয় প্রশাসনও উদ্বেগ প্রকাশ করেছে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বাংলানিউজকে জানান, খবর পেয়ে সকাল থেকে কয়েকবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। একইসঙ্গে নদীর পানি ও স্রোত বেড়ে যাওয়ায় ভাঙন রোধে প্রাথমিকভাবে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হবে। পরে পানি কমলে স্থায়ী বাঁধ নির্মাণের জন্য ব্যবস্থা নেওয়া হবে।
আরএ