মাগুরা: ‘শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করবো কাজ’ প্রতিপাদ্যকে সামনে নিয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উদযাপন করেছে মাগুরা জেলা শিশু একাডেমি।
সোমবার (০৬ সেপ্টেম্বর) সকালে শিশু সমাবেশ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
শিশু কিশোর সংগঠন ‘পরিবর্তনে আমরাই’ এর জারিন তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক অহিদুল ইসলাম। বিশেষ অতিথি সিভিল সার্জন ডাক্তার শামীম কোভির, জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর এবং অধ্যাপক সাইদুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসন অহিদুল ইসলাম বলেন, আগামীতে শিশুরা বাংলাদেশের নেতৃত্ব দেবে এবং শিশুদেরকে মানসিকভাবে গড়ে তুলতে হলে সুস্থ ধারার পরিবেশ তৈরি করতে হবে।
তিনি বলেন, শিশু একাডেমি সব শিশুকে নিয়ে কাজ করে। এই শিশুরাই একসময় দেশের নেতৃত্বে এগিয়ে আসবে। শিশুদের সঠিকভাবে গড়ে তুলতে হলে অভিভাবকসহ সকলকেই এগিয়ে আসা উচিত।
জেলা প্রশাসক আরো বলেন, শিশুরা মানসিকভাবে খেলাধুলা, সাংস্কৃতিক চর্চাসহ বিভিন্ন বিষয়ে অবদান রেখে চলেছে। এতে শিশুর মানসিক ও শিক্ষার বিকাশ ঘটছে।
অনুভূতি প্রকাশ করে শিশু মুস্তারিন রায়া বলে, এখন অধিকাংশ শিশুই শ্রমে জড়িয়ে পড়ছে। শিশু শ্রমিকদের মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়। তারা সঠিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। তাই শিশুদের সঠিক শিক্ষা ও সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি তাদের সব ধরনের সুযোগ-সুবিধা দিলে সঠিক শিশু গড়ে উঠবে মানবিক সুনাগরিক হিসেবে।
মুস্তারিন বলে, সামাজিক ও মানসিক বিকাশে শিশুদের জন্য প্রয়োজন পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ।
শিশু অনেক সময় বাল্যবিবাহের শিকার হয়ে মানবিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। অনেক সময় শিশুদের খেলার মাঠগুলো আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এতে শিশুর মেধাবিকাশ ও শিশুর মানসিক উন্নয়নে বাধাগ্রস্ত হচ্ছে। তাই প্রতিটি শিশুর শিক্ষা ও ভালোবাসা পাওয়ার অধিকার রয়েছে।
এসএইচ