ঢাকা, শুক্রবার, ২০ আষাঢ় ১৪৩২, ০৪ জুলাই ২০২৫, ০৮ মহররম ১৪৪৭

সারাদেশ

গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: টুকু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৬, জুলাই ৩, ২০২৫
গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকতে হবে: টুকু

টাঙ্গাইল: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান থাকতে হবে, এ দেশটি আমাদের সবার, সবাই মিলেই গড়ে তুলতে হবে। দ্বিধাদ্বন্দ্ব এবং আন্দোলনকে নিয়ে বির্তক না করে সবাই মিলে ঐক্যবদ্বভাবে আগামী বাংলাদেশ গড়ে তুলতে হবে, আগামী বাংলাদেশ হবে গণতন্ত্রের বাংলাদেশ।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে টাঙ্গাইল মেডিকেল কলেজে জুলাই-আগস্ট গণঅভ্যুথান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তিতে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে টাঙ্গাইল জেলা ড্যাবের আয়োজনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপির প্রচার সম্পাদক বলেন, আগামীতে আমরা সন্ত্রাসমুক্ত, নৈরাজ্যমুক্ত, চাঁদাবাজমুক্ত সমাজ চাই। গতকাল আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছেন, যারা অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত হবে, সামাজিক অপরাধের সঙ্গে সম্পৃক্ত হবে, জনগণ দুর্ভোগ পায় এমন কাজের সঙ্গে সম্পৃক্ত হবে, যারা অন্যায়ের সঙ্গে জড়িত থাকবেন- তাদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি আরেও বলেন, বিগত ১৭ বছরে অসংখ্য বিএনপি নেতারা গুম হয়েছে , খুন হয়েছে। আমাদের দেশনেত্রীকে দীর্ঘ ৬ বছর জেলে রাখা হয়েছে। অসংখ্য আলেমকে হত্যা করা হয়েছে। আজকের এ আন্দোলনে একমাত্র সংগঠন বিএনপি, যে সংগঠনের ৫ শতাধিক নেতাকর্মীরা শহীদ হয়েছেন।

সালাউদ্দিন বলেন, আজ জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান এক বছর প্রায় পূর্ণ হয়েছে। যদি আমরা দ্বিধা-বিভক্ত হয়ে যাই যারা শহীদ হলেন, যারা রক্ত দিলেন। তাদের রক্ত কিন্তু প্রশ্ন করবে। এই জন্যই কি আমরা শহীদ হয়েছি। এ জন্য কি আমরা রক্ত দিয়েছি। বাংলাদেশের মানুষ ফ্যাসিবাদের বিদায় দিয়েছে, গণতন্ত্র সামনে আসবে এটাই কিন্তু স্বাভাবিক।

এ সময় টাঙ্গাইল জেলা ড্যাবের সভাপতি ডা. আব্দুল মতিনের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল ও বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির অঙ্গ সংগঠন ও জেলা ড্যাবের নেতারা।

জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।