ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৫ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা। ছবিও ভিডিও দীপু মালাকার- বাংলানিউজ

মৌলভীবাজার থেকে: মৌলভীবাজার পৌরসভার বড়হাট এলাকার ৬ নম্বর ওয়ার্ড ও এর পার্শ্ববর্তী এলাকা এবং সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের নাসিরপুরে নিরাপত্তার স্বার্থে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শহরে মাইকিং করে দেওয়া হচ্ছে এ ঘোষণা। একইসঙ্গে সবাইকে নিরাপদে থাকতে বলা হচ্ছে।

দুই এলাকার দুই কিলোমিটার পর্যন্ত এ ঘোষণার ‍আওতায় থাকছে বলে জানান মৌলভীবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মীর মোহম্মদ মাহবুবুর রহমান।

জেলা প্রশাসনের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌলভীবাজার পৌরসভা এলাকার বড়হাট এলাকার ৬ নম্বর ওয়ার্ড সম্পূর্ণ এবং কুসুমবাগ এলাকা থেকে উপজেলা পরিষদ কমপ্লেক্স পর্যন্ত। ২. মৌলভীবাজার সদর উপজেলায় ১ নম্বর খলিলপুর ইউনিয়ন পরিষদ ভবনের চারপাশের ব্যাসার্ধের মধ্যে আইন-শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থার সদস্য এবং অভিযানে নিয়োজিত সদস্য ব্যতীত দুই বা ততোধিক ব্যক্তির একত্রে চলাফেরা ও জটলা নিষিদ্ধ ঘোষণা করা হলো।

অন্যদিকে সোয়াট বাহিনীর অপেক্ষায় রয়েছে পুলিশ। বড়হাটের জঙ্গি আস্তানায় গেছে পৌরসভার গাড়ি। এতে রয়েছে দেয়াল ভাঙার সক্রিয় যন্ত্র, মই, ক্রেন ও শক্তিশালী সার্চ লাইট।

সংশ্লিষ্টরা বলছেন, ঢাকা থেকে রওয়ানা দেওয়া সোয়াট সদস্যদের কমান্ডো অভিযানে সহায়তা করা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাহিদা মতো পৌরসভা এসব সরঞ্জাম সরবরাহ করেছে।

পুলিশ সূত্রের দেওয়া তথ্যমতে, সিলেটের আতিয়া মহলের অভিজ্ঞতা থেকে মৌলভীবাজারের জঙ্গি আস্তানার অভিযানের পরিকল্পনা সাজানো হচ্ছে। ঢাকা থেকে সার্বক্ষণিক তদারকি ও নির্দেশনা আসছে করণীয় সম্পর্কে। মাঠে রয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, এন্টি টেরোরিজম ইউনিটসহ পুলিশের সব ইউনিট।

সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান অপারেশনের সমন্বয় করছেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরএম/এনইউ/আরআইএস/এএ

আরও পড়ুন
** বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন
** বড়হাটের জঙ্গি আস্তানায় ৩ জঙ্গি!​
** ‘জঙ্গি বাড়ি’র মালিক সাইফুল লন্ডনে ট্যাক্সি চালান​
** বড়হাট-নাসিরপুরে ১৪৪ ধারা, সোয়াটের অপেক্ষা​
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা​
** মৌলভীবাজারে অভিযানস্থলে র‌্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।