ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

‘মেজবান’ খেয়ে মুগ্ধ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, মে ১, ২০২৪
‘মেজবান’ খেয়ে মুগ্ধ মার্কিন দূতাবাসের কর্মকর্তারা

ঢাকা: চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান খাবার খেয়ে মুগ্ধ হলেন ঢাকার মার্কিন যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা। ভোজন শেষে খাবারের ব্যাপক প্রশংসাও করেন তারা।

বুধবার (০১ মে) ঢাকার মার্কিন দূতাবাসের ফেসবুকে একটি ভিডিও ক্লিপ পোস্ট  করা হয়েছে। সেখানে দেখা যায়, ঢাকার মার্কিন দূতাবাসের পাবলিক  অ্যাফেয়ার্স কাউন্সেলর স্টিফেন ইবেলিসহ আরও একজন কর্মকর্তা চট্টগ্রামে গিয়ে ঐতিহ্যবাহী মেজবান খাবারের স্বাদ নিচ্ছেন। সেই খাবার খেয়ে প্রশংসাও করছেন।

খাবার খেয়ে স্টিফেন ইবেলি বলেন, ‘মাশাল্লাহ খুবই মজা’

দূতাবাসের ভিডিও ক্লিপের পোস্টে বলা হয়, ‘আমরা এসেছি, দেখেছি, খেয়েছি...’ এবং চট্টগ্রামের রান্নার স্বাদে মন হারিয়েছি! মেজবানের সুগন্ধি মশলা থেকে শুরু করে দইয়ের মিষ্টি স্বাদ পর্যন্ত, প্রতিটি খাবার ঐতিহ্য এবং সংস্কৃতির গল্প বলে। চট্টগ্রামের রন্ধন ঐতিহ্যের বৈচিত্র্য ও সমৃদ্ধি উদযাপনে আমাদের সঙ্গে যোগ দিন!

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, মে ০১, ২০২৪
টিআর/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।