ঢাকা, বুধবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০১ মে ২০২৪, ২১ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
বড়হাটের জঙ্গি আস্তানার আধ কি.মি. এলাকা কর্ডন এই বাড়িতেই জঙ্গি আস্তানা। ছবি: দীপু মালাকার

বড়হাট (মৌলভীবাজার) থেকে: মৌলভীবাজার শহরের বড়হাট এলাকায় সন্ধান পাওয়‍া জঙ্গি আস্তানার চারদিকে প্রায় আধা কিলোমিটার এলাকা কর্ডন করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। ওই আস্তানা থেকে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। তারা বলছেন, ভেতরে কয়েক দফায় বোমা বিস্ফোরণেরও শব্দ শোনা গেছে।

মঙ্গলবার (২৮ মার্চ) দিনগত রাত থেকে বাড়িটি ঘেরাও করে রেখেছে আইন-শৃঙ্খলা বাহিনী। একই সময় থেকে ঘিরে রাখা হয়েছে সদর উপজেলার খলিলপুর ইউনিয়নের সরকার বাজারের কাছে ফতেহপুর গ্রামের একটি আস্তানাও।

বড়হাটের আস্তানাটি একটি ডুপ্লেক্স বাড়িতে, আর ফতেহপুরের আস্তানাটি একটি একতলা বাড়িতে।

মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, দু’টি আস্তানাতেই জঙ্গিরা অবস্থান নিয়েছে। পুলিশ রাত থেকেই আস্তানা দু’টি ঘেরাও করে রাখে। বুধবার (২৯ মার্চ) ভোররাতের দিকে অভিযান শুরু করলে জঙ্গিরা গুলি করতে থাকে। সকালে একের পর এক গ্রেনেড ছুড়েও মারে তারা।

সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যেও দু’টি জঙ্গি আস্তানায় বিস্ফোরণ ও গুলির শব্দ শোনা যায়। সাড়ে ১০টার দিকে বড়হাটের ‍আস্তানার ভেতরে বিকট শব্দে তিনটি গ্রেনেড বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। জঙ্গি আস্তানার বাড়িটির পাশের ভবনগুলোর ছাদে ছাদে অবস্থান নিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।  ছবি: দীপু মালাকারবড়হাটের আস্তানাটি ঘেরাও করে রাখার সঙ্গে সঙ্গে তার আশপাশের বাড়িগুলো থেকে লোকজনকে নিরাপদে সরিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। এখন ওই বাড়ির চারদিকে প্রায় আধ কিলোমিটার এলাকা কর্ডন করে নিয়ে সেদিকে কাউকে যেতে দিচ্ছে না পুলিশ।

দুপুর দেড়টার দিকে সিলেট রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) কামরুল আহসান বাংলানিউজকে বলেন, পুলিশ জঙ্গিদের ঘেরাও করে আছে। সময়মতো অপারেশন চলবে। তবে ভেতরে কতজন আছে, ঠিক এ মুহূর্তে বলা যাচ্ছে না। ভেতরে অস্ত্র ও বিস্ফোরকসহ জঙ্গিরা অবস্থান করছে।  

পুলিশ সূত্রে জানা যায়, বাড়িটি ঘেরাও করার পর সকাল ৭টা থেকে থেকে সেখানে গ্যাস ও বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। সে বাড়ির আশপাশের বিভিন্ন ভবনে সহস্রাধিক লোকের বসতি রয়েছে। তাদের অনেককে নিরাপদ দূরত্বে সরিয়ে আনা হয়েছে।

এই আস্তানা ও ফতেহপুরের আস্তানায় অভিযানে যোগ দিতে এরইমধ্যে ঢাকা থেকে মৌলভীবাজারের উদ্দেশে রওয়ানা হয়েছে সোয়াট টিম। সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, জঙ্গিদের দমনে প্রয়োজনে সেনাবাহিনীর সহযোগিতা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪০১ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৭
আরএম/এনইউ/এইচএ/

আরও পড়ুন
** থেমে থেমে গুলি ছুড়ছে জঙ্গিরা​
** ২ জঙ্গি আস্তানার বাড়িই এক লন্ডনপ্রবাসীর
** দিনে দেখা যেতো না বাড়ির কাউকে
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানস্থলে যাচ্ছে সোয়াট
** ২ আস্তানায় এক ডজন জঙ্গি!
** ৩ দিন রেকি করে শনাক্ত বড়হাটের জঙ্গি আস্তানা
** মৌলভীবাজারের ২ আস্তানা থেকেই গুলি-গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা​
** মৌলভীবাজারে অভিযানস্থলে র‌্যাব-ফায়ার সার্ভিস
** জঙ্গিদের হাতে কোনও জিম্মি নেই!
** মৌলভীবাজারে আস্তানা থেকে গ্রেনেড ছুড়ছে জঙ্গিরা
** দুই আস্তানায় জঙ্গিদের হাতে বিপুল অস্ত্র বিস্ফোরক!
** মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় তৎপরতা আতিয়া মহলের মতোই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।