ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

হামলার শিকার হিরো আলম, হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:২৪, সেপ্টেম্বর ৩০, ২০২৫
হামলার শিকার হিরো আলম, হাসপাতালে ভর্তি হামলার শিকার হিরো আলম

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলমের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনা ঘটেছে। তিনি বর্তমানে রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর আফতাবনগরের শেষ মাথায় একদল দুর্বৃত্ত মোটরসাইকেলে এসে তাকে মারধর করে রাস্তায় ফেলে যায়। স্থানীয়রা পরে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম।

তিনি বলেন, আফতাবনগরের শেষ মাথায় কে বা কারা যেন হিরো আলমকে মেরেছে— এমন তথ্য আমরা পেয়েছি। তাকে মুগদা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানতে পেরেছি। ঘটনাস্থল এবং হাসপাতালে আমাদের দুটি টিম পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার পর গুরুতর আহত অবস্থায় হিরো আলমকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে, টি-শার্ট ছিঁড়ে গেছে এবং মাথা ও হাতে ব্যান্ডেজ বাঁধা হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হিরো আলমকে অ্যাম্বুলেন্সে তুলে হাসপাতালে নেওয়া হচ্ছে।

এমএমআই/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।