ঢাকা, মঙ্গলবার, ১৫ আশ্বিন ১৪৩২, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

দুর্গাপূজায় ৪৯টি বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেপ্তার ১৯

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৩, সেপ্টেম্বর ৩০, ২০২৫
দুর্গাপূজায় ৪৯টি বিচ্ছিন্ন ঘটনায় ১৫ মামলা, গ্রেপ্তার ১৯ দুর্গাপূজা

ঢাকা: সারাদেশে চলতি বছরের দুর্গাপূজা ঘিরে ৪৯টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

তিনি জানান, ১ সেপ্টেম্বর থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দুর্গাপূজাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন এলাকায় ছোটোখাটো ৪৯টি ঘটনা ঘটেছে। তবে এসবের কোনোটিই বড় ধরনের সহিংসতায় রূপ নেয়নি।

আইজিপি বলেন, ঘটনাগুলো আমরা শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করেছি। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় পুলিশ সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে। এ পর্যন্ত থানায় ১৫টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে।  

কী ধরনের ঘটনা ঘটেছে জানতে চাইলে আইজিপি জানান, কোনো কোনো ঘটনায় প্যান্ডেলে পানি ছোড়া, প্রতিমা হেলে পড়া, চাঁদা দাবি, প্রতিমা বহনের সময় ভেঙে যাওয়া, ব্লেড দিয়ে প্যান্ডেলের চাঁদোয়া কেটে দেওয়া কিংবা মণ্ডপে গিয়ে গান বন্ধ করতে বলা-এমন ঘটনা ঘটেছে।

এর মধ্যে ‘জামায়াত কর্মী পরিচয়ে গান বন্ধ করতে বলার’ঘটনাটি নিয়ে জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপস) খোন্দকার রফিকুল ইসলাম জানান, এটি চট্টগ্রামে ঘটেছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তবে স্থানীয় জামায়াত নেতারা জানিয়েছেন, তার সঙ্গে দলটির কোনো সম্পৃক্ততা নেই।

এজেডএস/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ