ঢাকা, মঙ্গলবার, ২২ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ট্রাম্পের আমেরিকায় বিশ্বকাপ: ‘সবাইকে স্বাগতম’ কেবলই মুখের কথা?

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৯, অক্টোবর ৭, ২০২৫
ট্রাম্পের আমেরিকায় বিশ্বকাপ: ‘সবাইকে স্বাগতম’ কেবলই মুখের কথা? বিবিসি থেকে সংগৃহীত ছবি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বারবার জোর দিয়ে বলেছেন, আগামী গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য পুরুষ বিশ্বকাপে ‘সারা বিশ্বকে স্বাগত জানানো হবে’। কিন্তু টুর্নামেন্ট শুরুর সময় যত ঘনিয়ে আসছে, আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র আসলেই কতটা অতিথিপরায়ণ হবে, তা নিয়ে প্রশ্ন ততই জোরালো হচ্ছে।

ক্রমবর্ধমান রাজনৈতিক সহিংসতা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক প্রধান শহরগুলোতে সেনা মোতায়েন এবং অভিবাসন বিষয়ে কট্টর অবস্থান; সব মিলিয়ে বিশ্বকাপের প্রধান আয়োজক দেশটি এখন বিভেদ ও অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সমর্থকদের ভ্রমণ পরিকল্পনায় এই বিষয়গুলো গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আকাশছোঁয়া টিকিটের দামে ব্যাপক সমালোচনা

গত সপ্তাহে বিশ্বকাপের প্রথম ধাপের টিকিট বিক্রির জন্য ড্র অনুষ্ঠিত হয়, যেখানে সাড়ে চার মিলিয়নেরও বেশি ফুটবলপ্রেমী অংশ নেন। কিন্তু টিকিটের মূল্য তালিকা সামনে আসতেই ফিফার বিরুদ্ধে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

যদিও ফিফা আনুষ্ঠানিকভাবে সম্পূর্ণ মূল্য তালিকা প্রকাশ করেনি, তবে ড্রতে সফল হওয়া দর্শকরা অনলাইনে দাম প্রকাশ করছেন। সাধারণ দর্শকদের জন্য চারটি ক্যাটাগরিতে টিকিট বিক্রি হচ্ছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য প্রথম ম্যাচের টিকিটের দাম রাখা হয়েছে ৫৬০ থেকে ২ হাজার ২৩৫ ডলারের মধ্যে। অথচ গত কাতার বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচের টিকিটের দাম ছিল ৫৫ থেকে ৬১৮ ডলার।

২০২৬ বিশ্বকাপের ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ২ হাজার ৩০ ডলার এবং সবচেয়ে দামি টিকিটের দাম ৬ হাজার ডলার। ফুটবল সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের থমাস কনক্যানন বলেন, ‘এই দাম অবিশ্বাস্য। ফাইনালের সবচেয়ে সস্তা টিকিটের দাম ২ হাজার ৩০ ডলার, এটা অগ্রহণযোগ্য। ভ্রমণ ও থাকা-খাওয়ার খরচ মিলিয়ে এটি হবে সমর্থকদের জন্য ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপ। ’

ফিফা এই টুর্নামেন্টে ‘ডাইনামিক প্রাইসিং’ পদ্ধতি ব্যবহার করছে। এর ফলে, উচ্চ চাহিদার ম্যাচগুলোর টিকিটের দাম পরবর্তী ধাপে আরও বাড়ানো হতে পারে। এই ব্যবস্থাটি আমেরিকানদের জন্য সুবিধাজনক হলেও বিদেশি সমর্থকদের জন্য বৈষম্যমূলক হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভিসা জটিলতায় অনিশ্চয়তা

যদিও প্রেসিডেন্ট ট্রাম্প বিশ্বকাপের বিড গ্রহণ করার সময় একটি চিঠিতে স্বাক্ষর করে বলেছিলেন যে ‘সকল যোগ্য ক্রীড়াবিদ, কর্মকর্তা এবং ভক্তরা কোনো বৈষম্য ছাড়াই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে’, কিন্তু বাস্তবতা ভিন্ন।

যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ ৪২টি দেশের সমর্থকরা ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। কিন্তু এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ দেশের নাগরিকদের জন্য ভিসা বাধ্যতামূলক। পূর্ববর্তী বিশ্বকাপ আয়োজক রাশিয়া ও কাতার ভিসা প্রক্রিয়া দ্রুত করার জন্য বিশেষ ব্যবস্থা নিলেও যুক্তরাষ্ট্র তা করেনি। ফলে, আবেদনকারীদের সাধারণ দর্শনার্থীদের মতোই দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে, যেখানে সাক্ষাৎকারের জন্য অপেক্ষার সময় এক বছরেরও বেশি হতে পারে।

সাবেক স্টেট ডিপার্টমেন্ট কূটনীতিক ট্র্যাভিস মারফি বলেন, ‘বিশ্বকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত হতে আমাদের এখনও অনেক পথ পাড়ি দিতে হবে। বর্তমান প্রশাসন আন্তর্জাতিক ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে এবং প্রক্রিয়াগুলোকে আরও কঠিন করে তুলেছে। আন্তর্জাতিক দর্শকরা এখানে নিজেদের স্বাগত বা নিরাপদ মনে না-ও করতে পারেন। ’

নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও রাজনৈতিক অস্থিরতা

২০২৫ সালে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি রাজনৈতিক হত্যাকাণ্ড ঘটেছে এবং ২০২৪ সালে দেশজুড়ে প্রায় ৫০০টি নির্বিচার গুলির ঘটনা ঘটে। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে অভিবাসন কর্মকর্তাদের দ্বারা জোরপূর্বক নির্বাসনও বেড়েছে। লস অ্যাঞ্জেলেসের মতো ডেমোক্র্যাট-শাসিত শহরগুলোতে ন্যাশনাল গার্ড সেনা মোতায়েন করা হয়েছে, যা স্থানীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক বিক্ষোভের জন্ম দিয়েছে।

সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের পরিচালক ড্যানিয়েল বাইম্যান বলেন, ‘যুক্তরাষ্ট্রে বিভাজন যে ব্যাপক, তাতে কোনো সন্দেহ নেই। ট্রাম্প প্রশাসন বড় কোনো আয়োজন ব্যবস্থাপনার ক্ষেত্রে তেমন পরীক্ষিত নয়। হোমল্যান্ড সিকিউরিটি এবং এফবিআই-এর মতো সরকারি সংস্থাগুলোতে বাজেট কমানোর ফলে প্রাতিষ্ঠানিক জ্ঞানের ঘাটতি তৈরি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে সহজলভ্য আগ্নেয়াস্ত্র, যা অন্য অনেক দেশে নেই। ফলে নিরাপত্তা নিয়ে বড় ধরনের ঝুঁকি থেকেই যাচ্ছে। ’

এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।