ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

ইন শা আল্লাহ, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী: হামজা

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:১৬, অক্টোবর ৬, ২০২৫
ইন শা আল্লাহ, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী: হামজা ছবি: সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে হংকংয়ের বিপক্ষে হোম ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছেন হামজা চৌধুরী। বিমানবন্দর থেকে সরাসরি দলের টিম হোটেল ইন্টারকন্টিনেন্টালে যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই ফুটবলার।

হোটেলে পৌঁছে হংকংয়ের বিপক্ষে জয়ের বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।

বিমানবন্দরে বের হয়ে স্বভাবসুলভ হাসিতে উপস্থিত সবাইকে হাত নেড়ে অভিবাদন জানান হামজা। এরপর সংক্ষিপ্তভাবে বিদায় নিয়ে দলের সঙ্গে হোটেলের পথে রওনা হন। সেখানে সাংবাদিকদের প্রশ্নে জয়ের প্রত্যাশা নিয়ে হামজা বলেন, ‘ইনশা আল্লাহ ইনশা আল্লাহ, আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। ’

এছাড়া বাফুফের পাঠানো এক ভিডিও বার্তায় হামজা দর্শকদের সমর্থন কামনা করেন। তিনি বলেন, ‘নিরাপদে দেশে এসে পৌঁছেছি। আশা করি ক্যাম্প ভালো হবে। ৯ তারিখে জাতীয় স্টেডিয়ামে আমরা হংকংয়ের বিপক্ষে খেলব। আশা করি দর্শকরা সেখানে আমাদের সমর্থন দেবে। ’

এআর/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।