চিলিতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে গ্রুপপর্বের সবচেয়ে বড় চমক এনে দিয়েছে স্পেন। শনিবার গ্রুপ ‘সি’-এর নির্ধারণী ম্যাচে স্পেনের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল অনূর্ধ্ব-২০ দল।
দুই দলই এর আগে দুই ম্যাচে মাত্র এক পয়েন্ট করে সংগ্রহ করেছিল। তাই এই ম্যাচটিই ছিল কার্যত নকআউট লড়াই, অর্থাৎ যে হারবে, সে ছিটকে যাবে। একমাত্র গোলটি করেন স্পেনের ফরওয়ার্ড ইকার ব্রাভো।
প্রথম ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্রয়ের পর দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে ২-১ ব্যবধানে হারে ব্রাজিল। ফলে শেষ ম্যাচে জয়ের বিকল্প ছিল না। কিন্তু সেই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা।
অন্যদিকে, স্পেনও একইভাবে চাপে ছিল। প্রথম ম্যাচে মরক্কোর কাছে ২-০ গোলে হার ও দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর সঙ্গে ২-২ ড্রয়ের পর জিতলেই টিকে থাকার আশা ছিল তাদের। সেই জয়ে তারা গ্রুপ শেষ করেছে চার পয়েন্ট নিয়ে, যদিও এখনো অপেক্ষায় থাকতে হবে সেরা তৃতীয় স্থানগুলোর মধ্যে জায়গা পাবে কি না তা জানার জন্য।
গ্রুপ ‘সি’-তে মরক্কো ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে, মেক্সিকো ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থেকে পরের পর্ব নিশ্চিত করেছে।
এদিকে গ্রুপ ‘ডি’-এর ম্যাচে দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব–২০ দল। দিলান গোরোসিতোর দুর্দান্ত গোলে তারা ১–০ ব্যবধানে হারিয়েছে ইতালিকে। কোচ দিয়েগো প্লাসেন্তের দল আগেই পরের রাউন্ড নিশ্চিত করেছিল, এই জয়ে তারা গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে শতভাগ জয়ের রেকর্ড নিয়ে। এখন অপেক্ষা, শেষ পর্যন্ত কোন তৃতীয় স্থানধারী দল হবে তাদের প্রতিপক্ষ।
এমএইচএম