ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

ফুটবল

দীর্ঘ ভ্রমণ শেষে ক্লান্তিহীন হামজা, মাঠে নেমেই অনুশীলনে

সিনিয়র করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩২, অক্টোবর ৬, ২০২৫
দীর্ঘ ভ্রমণ শেষে ক্লান্তিহীন হামজা, মাঠে নেমেই অনুশীলনে অনুশীলনে সতীর্থদের সঙ্গে হামজা/সংগৃহীত ছবি

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আগামী ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নামবে হাভিয়ের কাবরেরার শিষ্যরা।

 

সেই ম্যাচ সামনে রেখে দেশে ফিরেই আজ সোমবার (৭ অক্টোবর) দলের অনুশীলনে যোগ দিলেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের লেস্টার সিটির হয়ে খেলা বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী।

ইংল্যান্ড থেকে প্রায় ১৬ ঘণ্টার দীর্ঘ যাত্রা শেষে সকাল সাড়ে ১১টায় ঢাকায় পৌঁছান হামজা। ক্লান্তি থাকলেও তার শরীরে বা মুখে তেমন কোনো ছাপ ছিল না। বিকেল ৫টায় শুরু হওয়া অনুশীলনে সতীর্থদের সঙ্গে পূর্ণ উদ্যমে অংশ নেন এই মিডফিল্ডার। ঢাকার আবহাওয়া ও কন্ডিশনের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে বিশেষ মনোযোগী ছিলেন তিনি।

অনুশীলনের শুরুটা ছিল প্রাণবন্ত। জামাল ভূইয়া, তারিক কাজী, জায়ান ও ফাহামিদুল ইসলামের সঙ্গে খুনসুটি করেই সময় কাটালেন হামজা। তবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আজ কোনো মিডিয়া সেশন রাখেনি। সাংবাদিকদের জন্য ছিল মাত্র ১৫ মিনিটের ফটো ও ভিডিও সেশন, ফলে কারও সঙ্গে কথা বলার সুযোগ মেলেনি।

জাতীয় দলের কোচ হাভিয়ের কাবরেরা জানিয়েছেন, সামনের ম্যাচে হামজার ভূমিকা হবে ‘দুই দিকেই সমান গুরুত্বপূর্ণ’ অর্থাৎ ডিফেন্সে ভারসাম্য রাখা এবং আক্রমণে গতি আনা। সিঙ্গাপুর ম্যাচে তার পারফরম্যান্সে সন্তুষ্ট কাবরেরা এবারও তাকে দলের বড় ভরসা হিসেবে দেখছেন। যদিও মাত্র তিনটি অনুশীলন সেশনে দলীয় ছন্দে ফিরতে হবে হামজাকে, তবে অনেকের বিশ্বাস, এমন অভিজ্ঞ ফুটবলারের জন্য তা সমস্যা হবে না।

প্রস্তুতি শিবিরে এবার স্কোয়াড বড় করা হয়েছে। ইনজুরিতে ভুগছেন কয়েকজন সিনিয়র খেলোয়াড়। সুমন রেজা ও মোহাম্মদ ইব্রাহিম ইতিমধ্যে ছিটকে গেছেন। আল আমিন, তারিক কাজী ও তপু বর্মণ এখনো পুরোপুরি ফিট নন, তবে তিনজনই আজ অনুশীলনে ছিলেন। তপুকে দেখা গেছে ট্রেইনারের সঙ্গে দৌড়াতে, অন্য দুইজন অনুশীলন করেছেন পূর্ণ উদ্যমে।

বাফুফে সূত্রে জানা গেছে, আগামীকাল (৮ অক্টোবর) অনুশীলনে যোগ দেবেন আরেক প্রবাসী ফুটবলার শমিত সোম। ম্যাচের একদিন আগে তিনি দলের সঙ্গে প্রথম অনুশীলন করবেন।

হংকংয়ের বিপক্ষে ম্যাচকে ঘিরে আত্মবিশ্বাসে ভরপুর খেলোয়াড়রা। ফরোয়ার্ড রাকিব হোসেন বলেছেন, ‘গোল করার জন্য আমরা আলাদা করে কাজ করছি। হামজা আর শমিতের উপস্থিতি আক্রমণভাগে বাড়তি গতি আনবে। ’

এর আগে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে গোলশূন্য ড্র করে এক পয়েন্ট পেয়েছিল বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরে যায় লাল-সবুজরা। এবার ঘরের মাঠে জয়ের লক্ষ্যেই নামবে জামাল-হামজারা। তবে প্রতিপক্ষকে হালকাভাবে নিচ্ছেন না কোচ কাবরেরা।  

আজকের অনুশীলন ছিল হালকা। দীর্ঘ ভ্রমণের পর খেলোয়াড়দের চাঙ্গা রাখতেই এমন ব্যবস্থা। আগামী সেশনগুলো হবে ম্যাচ-কেন্দ্রিক ট্যাকটিক্যাল অনুশীলন।

আগামী ৯ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচটি শুরু হবে রাত ৮টায়। পূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্যেই মাঠে নামবে বাংলাদেশ।

এআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।