এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বে আগামী ৯ অক্টোবর হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই ম্যাচে অংশ নিতে আজ সকালে দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী তারকা হামজা চৌধুরী।
মাঠে থেকে ছেলেকে এবং পুরো দলকে উৎসাহ দিতে আগামীকাল ঢাকায় আসছেন বলে জানিয়েছেন হামজার বাবা। তিনি বলেন, ‘হংকং চায়নার বিপক্ষে ম্যাচ দেখতে আগামীকাল আমরা রওনা করব। শুধু নিজের ছেলে নয়, পুরো দলকেই সমর্থন জানাতে মাঠে থাকব আমরা। সবার সঙ্গে মাঠে দেখা হবে ইনশাআল্লাহ। ’
বাংলাদেশের জয়ে বিশ্বাস রেখে তিনি আরও বলেন, ‘আমার বিশ্বাস, ছেলেরা মাঠে নিজেদের সেরাটা দেবে এবং জয় নিয়েই ফিরবে। ’
গত ২৫ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে শিলংয়ে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় হামজার। সেই ম্যাচে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন তার মা-বাবা ও স্ত্রী-সন্তানরা। ওই ম্যাচে হামজার নৈপুণ্যে ভারতের মাঠে ড্র করেছিল বাংলাদেশ।
এরপর ১০ জুন বাছাইয়ের পরের ম্যাচে জাতীয় স্টেডিয়ামে হাজির ছিলেন মোরশেদ দেওয়ান। এবারও তিনি হংকং ম্যাচে মাঠে থাকবেন ছেলেদের উৎসাহ দিতে। যদিও আগের ম্যাচে জয় পায়নি বাংলাদেশ, তবে ভুটানের বিপক্ষে সেই ম্যাচেই জাতীয় দলের হয়ে প্রথম গোল করেছিলেন হামজা চৌধুরী। তাই হংকংয়ের বিপক্ষেও তার কাছ থেকে ভালো কিছু দেখার প্রত্যাশায় ফুটবলপ্রেমীরা।
এআর/এমএইচএম