ঢাকা, শুক্রবার, ১৮ আশ্বিন ১৪৩২, ০৩ অক্টোবর ২০২৫, ১০ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

বলেশ্বর নদীতে ভাসছিল নিখোঁজ জেলের লাশ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, অক্টোবর ২, ২০২৫
বলেশ্বর নদীতে ভাসছিল নিখোঁজ জেলের লাশ

বরগুনার পাথরঘাটায় বলেশ্বর নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে মো. ছিদ্দিকুর রহমানের (৩০) ভাসমান লাশ উদ্ধার করেছে চরদুয়ানী নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দুপুরে নদীর তীরবর্তী টেংরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

এর আগে বুধবার (১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে বড় টেংরা গ্রাম থেকে একটি ছোট নৌকা ও জাল নিয়ে নদীতে মাছ ধরতে যান ছিদ্দিকুর রহমান। প্রতিদিনের মতো ভোর ৫টার দিকে তার বাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেননি।

পরিবারের সদস্যরা জানান, খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। প্রত্যক্ষদর্শীদের ধারণা, বুধবার রাতে প্রচণ্ড ঝড় ও বজ্রপাতে তার মৃত্যু হতে পারে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং নৌপুলিশের সহযোগিতায় ভাসমান লাশ উদ্ধার করি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, জেলের লাশ উদ্ধারের জন্য নৌপুলিশ পাঠানো হয়েছিল। উদ্ধারের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।