ঢাকা, বুধবার, ১৮ ভাদ্র ১৪৩২, ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০ রবিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

বাকৃবির উত্তাল ক‍্যম্পাসেই শিবিরবিরোধী বিক্ষোভ, মানববন্ধন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৯, সেপ্টেম্বর ২, ২০২৫
বাকৃবির উত্তাল ক‍্যম্পাসেই শিবিরবিরোধী বিক্ষোভ, মানববন্ধন  মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কম্বাইন্ড ডিগ্রির দাবিতে উত্তাল ক‍্যাম্পাসে শিবিরবিরোধী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে ছাত্রদল। এ সময় বিক্ষোভকারীরা শিবিরবিরোধী স্লোগান দেয়।

 

মঙ্গলবার (২ আগস্ট) দুপুর সোয়া ২টার দিকে বিশ্ববিদ্যালয় ক‍্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে সংগঠনের নেতাকর্মীরা।  

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন করে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ছাত্রদল নেতারা।

সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ডাকসুর ভিপি প্রার্থীর বিরুদ্ধে রিট আবেদনকারী নারী শিক্ষার্থীকে শিবির নেতা কর্তৃক প্রকাশ্যে দলবদ্ধ  ধর্ষণের হুমকি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেত্রীদের হেনস্থা এবং শিবিরের নেতাকর্মীদের দ্বারা সারাদেশে নারী শিক্ষার্থীদের সাইবার বুলিংয়ের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়।  

এ সময় বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ আতিকুর রহমান আতিকের সভাপতিত্বে সদস্য সচিব শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক তরিকুল ইসলাম তুষারসহ সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে একই সময়ে বিশ্ববিদ্যালয়ের লাঠি মিছিল করেছে কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের জব্বরের মোড় এলাকায় রেলপথ অবরোধ করে স্লোগান দেয়।  

এ সময় বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ‍্যক পুলিশ সদস্যকে ক‍্যাম্পাসে অবস্থান করতে দেখা গেছে।  

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শিবিরুল ইসলাম বলেন, সকাল থেকে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।  

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।