ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৩, অক্টোবর ১৮, ২০২৫
ফরিদপুরে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ২ গ্রেপ্তার দুজন

ফরিদপুরে জেলা শহরের গুহলক্ষ্মীপুর বস্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ‘মাদক সম্রাজ্ঞী’ শাহেদা (৪৫) ও তার সহযোগী রেখাকে (৩৫) গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

শনিবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

 

যৌথবাহিনীর সদস্যরা জানান, শাহেদা দীর্ঘদিন ধরে এলাকায় মাদকদ্রব্য বেচাকেনার সঙ্গে জড়িত। তার নামে একাধিক অভিযোগ রয়েছে। শনিবার মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮০০টি ইয়াবা, চার কেজি গাঁজাসহ শাহেদা ও তার সহযোগী রেখাকে গ্রেপ্তার করা হয়।  

ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, গ্রেপ্তার দুজনের নামে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।