ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

জুলাই সনদে আজ এনসিপি স্বাক্ষর না করলেও পরে করার সুযোগ রয়েছে: ধর্ম উপদেষ্টা

অতিথি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৯, অক্টোবর ১৭, ২০২৫
জুলাই সনদে আজ এনসিপি স্বাক্ষর না করলেও পরে করার সুযোগ রয়েছে: ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন।

সাভার (ঢাকা): ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন বলেছেন, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি অংশগ্রহণ না করলেও পরে অংশ গ্রহণের সুযোগ রয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় আশুলিয়ার বাইপাইল এলাকার 'সাভার বন বিহারে' বৌদ্ধদের কঠিন চীবর দান অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, তারা আজ অংশগ্রহণ না করলেও ওখানে পরে অংশগ্রহণ করার সুযোগ আছে। তাদের যে ডিমান্ডগুলো আছে এগুলো সরকার বিবেচনা করবে। যদি তাদের সঙ্গে সমঝোতায় আসা যায়, তাহলে তারা স্বাক্ষর করবে এবং এটা বলা আছে যারা স্বাক্ষর করতে পারবেন না, তারা পরবর্তী সময়ে স্বাক্ষর করতে পারবে।

সেফ এক্সিট সম্পর্কে তিনি বলেন, আমি আমার অনুষ্ঠান থেকে বারবার বলছি, আমার কোন সেফ এক্সিটের প্রয়োজন নেই। যেহেতু ঢাকা শহরে আমার কোন ঘর নেই, বাড়ি নেই। চট্টগ্রাম শহরেও আমার বাড়ি নেই, আমি ভাড়া ঘরে থাকি। আমি কলেজে শিক্ষকতা করেছি, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছি। অতএব বিদেশে থাকার তো প্রশ্নই আসে না, তাই সেফ এক্সিট নিয়ে আমার কোনো চিন্তা নেই।

এ সময় তিনি আরও বলেন, এ দেশ আমার, এ দেশ আমাদের। আমরা এদেশের ক্রুশিয়াল মোমেন্টে, অত্যন্ত জটিল সময়, কঠিন সময়ে দেশের দায়িত্ব নিয়েছি। যখন আমাদের পলিটিক্যাল স্ট্যাবলিটি ছিল না, সাস্টেইনেবল ইকোনমি ছিল না,  'ল' অ্যান্ড অর্ডার সিচুয়েশনে একবারেই ছিল না, পুলিশ তখন মাঠে নেই, ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করেছে, এরকম সময়ে আমরা দায়িত্ব নিয়ে ১৫ মাস অতিক্রম করেছি।

নির্বাচন সম্পর্কে তিনি বলেন, অনেক চেষ্টা করেছি, আমরা রাতদিন পরিশ্রম করছি এবং একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ইলেক্টেড সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই। আমরা গৌরবের অংশীদার হতে চাই।

এ সময় উপস্থিত ছিলেন- মিরপুরের অধ্যক্ষ শাক্যমুণি বৌদ্ধ বিহারের কর্মবীর ভদন্ত প্রজ্ঞানন্দ মহাস্থবির, আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নানসহ আরও অনেকে।  


জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।