খুলনা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে খুলনা জেলা কারাগারে কয়েদিদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খুলনার জেল সুপার মো. নাসির উদ্দিন প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, কারাগারের অভ্যন্তরে বন্দিদের দুই গ্রুপের মধ্যে সন্ত্রাসী রুহান-পলাশ গ্রুপের পলাশ এবং শীর্ষ সন্ত্রাসী গ্রেনের বাবুর অন্যতম সহযোগী কালা তুহিন অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এদের মধ্যে ছিল শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর ভাই রাব্বি চৌধুরী, অনুসারী হিরন ও রুহান- পলাশ গ্রুপের পলাশ, কালা লাবলু, সৈকত, মইদুলসহ সন্ত্রাসীরের মধ্যে সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কারারক্ষীরা তাদের উপর লাঠিচার্জ করলে পরবর্তীতে উভয়পক্ষ একত্র হয়ে কারারক্ষীদের উপর ক্ষিপ্ত হয় এবং তাদের উপর হাত তোলে। এতে অন্তত ৪ থেকে ৫ জন বন্দি আহত হন। সংঘর্ষে অংশ নেয় প্রায় ৪০ থেকে ৪৫ জন কয়েদি।
ঘটনার খবর পেয়ে জেল সুপার নাসির উদ্দিন প্রধানের নেতৃত্বে কারারক্ষীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাঠিচার্জের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
জেল সুপার নাসির উদ্দিন প্রধান জানান, বিকেল পৌনে ৫টার দিকে বাবু, শিমুল ও লাভলু গ্রুপের অনুসারীদের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে মারামারি শুরু হয়। আধাঘণ্টার বেশি সময় ধরে সংঘর্ষের পর কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন সামান্য আহত হন।
তিনি আরও জানান, যারা মারামারি করেছে তারা অধিকাংশই যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে এসেছে। বাইরের ঘটনাকে কেন্দ্র করে কারাগারের ভেতরে এই সংঘর্ষ হয়েছে।
এমআরএম