ঢাকা, শনিবার, ২ কার্তিক ১৪৩২, ১৮ অক্টোবর ২০২৫, ২৫ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৬, অক্টোবর ১৮, ২০২৫
গাজীপুরে বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ  শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর: গাজীপুর মহানগরের কোনাবাড়ী থানার জরুন এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় কোনাবাড়ী পল্লী বিদ্যুৎ-জরুন সড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ।

শনিবার (১৮ অক্টোবর) দুপুরে স্বাধীন গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ করে।

পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, স্বাধীন গার্মেন্টস লিমিটেড কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের গত দুই মাসের বেতন বকেয়া রেখেছে। দেব দিচ্ছি করে বিভিন্ন সময় পরিশোধের আশ্বাস দিয়েও শ্রমিকদের বেতন পরিশোধ করছেন না। একপর্যায়ে শনিবার শ্রমিকরা কারখানার গেটে এসে দুই মাসের বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় শ্রমিকরা জরুরি সড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে ভোগান্তিতে পড়েন শত শত মানুষ। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  

গাজীপুর শিল্প পুলিশ-২ এর কোনাবাড়ী জোনের পরিদর্শক মোর্শেদ জামান জানান, বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। খবর পেয়ে শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে বেতন পরিশোধের উদ্যোগ নেওয়া হয়েছে।  


আরএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।