ভোলায় বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে জেলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমে। বিশেষ অতিথির বক্তব্য দেন তথ্য আপা (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নিলা। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ভোলা সদর তথ্য সেবা কর্মকর্তা আফনান হক।
প্রকল্প পরিচালক মমতাজ বেগম জানান, তথ্যসেবা কেন্দ্র উদ্যোক্তা তৈরির পাশাপাশি স্বাস্থ্য শিক্ষা, জেন্ডার, আর্নিং ও উদ্যোক্তা উন্নয়নসহ ছয়টি বিষয়ে কাজ করছে। তারা প্রান্তিক পর্যায়ের নারীদের বিভিন্নভাবে সহযোগিতা করছেন।
তিনি বলেন, সারা দেশের নারীদের প্রতি সহিংসতা, বাল্যবিয়ে প্রতিরোধসহ সব কার্যক্রমে নারীরা যাতে আরও সচেতন হয়ে এগিয়ে যেতে পারে, সে লক্ষ্যে উঠান বৈঠকের মাধ্যমে তাদের উৎসাহিত করা হচ্ছে। এতে করে ভবিষ্যতে নারীরা আত্ম-নির্ভরশীল হতে পারবেন।
প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নিলা বলেন, নারীদের উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি ও ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে একজন ভালো উদ্যোক্তা হয়ে উঠবেন। আমরা মূলত সাতটি ডে-কেয়ার নিয়ে কাজ করছি। আমাদের সব কার্যক্রম সরকারি নারী উদ্যোক্তা প্ল্যাটফর্ম লাল-সবুজ ডট কম পাতায় অন্তর্ভুক্ত করে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে ভোলা সদরের শতাধিক নারী উদ্যোক্তা অংশ নেন।
এসআরএস