ঢাকা, মঙ্গলবার, ২১ আশ্বিন ১৪৩২, ০৭ অক্টোবর ২০২৫, ১৪ রবিউস সানি ১৪৪৭

সারাদেশ

ভারতে আটক বাংলাদেশিকে হস্তান্তর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, অক্টোবর ৬, ২০২৫
ভারতে আটক বাংলাদেশিকে হস্তান্তর যশোরের শার্শা উপজেলার গোগা সীমান্তের ওপারে ভারতের তেঁতুলবাড়িয়ায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক শেষে আটক বাংলাদেশি নাগরিককে ফেরত দেওয়া হয়

যশোর: ভারতে আটক একজন বাংলাদেশিকে পতাকা বৈঠকের মাধ্যমে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (০৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে শার্শা উপজেলার গোগা সীমান্তে পতাকা বৈঠক শেষে মোর্শেদ মন্ডল নামে ওই বাংলাদেশিকে হস্তান্তর করা হয়।

তিনি বাগআঁচড়া ইউনিয়নের হায়দার মন্ডলের ছেলে।

রোববার (০৫ অক্টোবর) বিকেলে সীমান্তের অবৈধ পথ দিয়ে ভারতে প্রবেশ করার সময় গোগার ওপারে ভারতের তেঁতুলবাড়িয়ায় বিজিবি সদস্যরা মোর্শেদ মন্ডলকে আটক করেছিলেন।  

এরপর জাতীয় পরিচয়পত্র যাচাই-বাছাই করে বিজিবি-বিএসএফ নিশ্চিত হয় মোর্শেদ মন্ডল বাংলাদেশি নাগরিক। পরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠকে তাকে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

তেঁতুলবাড়িয়ায় অনুষ্ঠিত পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ২১ বিজিবি’র গোগা ক্যাম্পের সুবেদার তরিকুল ইসলাম। অপরদিকে, বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন তেঁতুলবাড়িয়া ক্যাম্পের এসি প্রবীণ চন্দ্র।  

সুবেদার তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

এসএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।