ঢাকা, বৃহস্পতিবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৬ মে ২০২৪, ০৭ জিলকদ ১৪৪৫

জাতীয়

দেশে সাড়ে ১৯ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২২
দেশে সাড়ে ১৯ লাখ টন খাদ্যশস্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী

ঢাকা: দেশে প্রায় সাড়ে ১৯ লাখ টন খাদ্যশস্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে খাদ্যমন্ত্রী এ কথা জানান।

সরকারি দলের সংসদ সদস্য আলী আজম এ প্রশ্ন করেন।

খাদ্যমন্ত্রী জানান, বর্তমানে দেশে ১৯ লাখ ৫০ হাজার ৫৩১ টন খাদ্যশস্য মজুদ আছে। এর মধ্যে ১৭ লাখ ৩৩ হাজার ৩০০ টন চাল, এক লাখ ৪১ হাজার ১১৮ টন গম ও এক লাখ ১৭ হাজার ৯৭ টন ধান।

জিটুজি (সরকার থেকে সরকার) পদ্ধতিতে রাশিয়া থেকে গম এবং ভারত, মিয়ানমার ও ভিয়েতনাম থেকে চাল আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

সংসদ সদস্য আলী আজমের অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানান, দেশের ১৬ দশমিক ৫২ কোটি মানুষের মোট খাদ্যশস্য গ্রহণের প্রয়োজন ২৩৩ দশমিক ৩৫ লাখ টন। এর মধ্যে ২২১ দশমিক ৪১ লাখ টন চাল ও ১১ দশমিক ৯৪ লাখ টন গম। ২০২১-২২ অর্থ বছরে খাদ্যশস্যের উৎপাদন হয়েছে ৩৮৯ দশমিক ২৯ লাখ টন, যা চাহিদার তুলনায় বেশি।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০২২
এমইউএম/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।