ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

বান্দরবানে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মে ১৬, ২০২৪
বান্দরবানে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে জমি নিয়ে সংঘর্ষে মো. ওসমান (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও আটজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে বান্দরবানের লামা উপজেলার সরই ইউপির ১ নম্বর ওয়ার্ড হাছনাপাড়া এলাকার নেইচ্চার ঝিরি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. ওসমান (৪০) ওই এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে।

স্থানীয়রা জানান, দীর্ঘ দিন ধরে জমি নিয়ে ওসমানের পরিবারের সঙ্গে কবিরের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ প্রক্রিয়াও চলমান রয়েছে। এরই মধ্যে দুপুরে উভয় পরিবারের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়।

বাগবিতণ্ডার এক পর্যায়ে মারামারির ঘটনার পর স্থানীয়রা আহতদের পার্শ্ববর্তী পদুয়া হাসপাতালে নিয়ে গেলে আহত মো.ওসমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

সরই ইউপি চেয়ারম্যান মো. ইদ্রিস কোম্পানি জানান, উভয় পক্ষের মধ্যে ২০ শতক জমি ও ১০-১২টি গাছ নিয়ে বিরোধ রয়েছে। এ নিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদে সালিশ চলমান রয়েছে। তবুও দু’পরিবারের মধ্যে হঠাৎ করে মারামারির পর আহতদের হাসপাতালে নেওয়ার পথে মো. ওসমানের মৃত্যু হয়েছে। ঘটনার পর বিস্তারিত অনুসন্ধানে পুলিশ কাজ শুরু করেছে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ জানান, মারামারির সংবাদ পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, নিহত ও আহতদের তথ্য ও ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৮০৬ ঘণ্টা, মে ১৬, ২০২৪
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।